লাউ চাষ করে মাত্র ১০ দিনে লাভ ঘরে তুলুন । লাউয়ের ভারে মাচা ভেঙ্গে যাবে । লাউ চাষের জন্য প্রয়োজনীয়
Автор: Tufanganj তুফানগঞ্জ
Загружено: 2024-11-13
Просмотров: 98
Описание:
ছোট গাছে প্রচুর স্ত্রী ফুল আসবে ১৫ দিনে - মাত্র ১ টাকা খরচে - গাছে ফলন হবে দ্বিগুণ - লাউ চাষ পদ্ধতি
সুপ্রিয় দর্শক,
আপনি কি লাউ চাষ নিয়ে ভাবছেন?
আজকের ভিডিওতে লাউ চাষের বীজ তলায় বীজ তৈরি থেকে শুরু করে এর পরিচর্যা ও সঠিক উপায় লাউ আপনি কি জানতে চান লাউ গাছে কোন ১ টি সার দিলে দ্রুত প্রচুর পরিমাণে ফলন হবে? লাউ গাছের লাউ আসছে কিন্তু ছোট অবস্থাতেই ঝরে যাচ্ছে বা পঁচে যাচ্ছে? লাউ গাছের পাতা পুড়ে যাচ্ছে হলুদ হয়ে গাছটাই নষ্ট হয়ে যাচ্ছে ?
আপনি কি লাউ গাছের বেশি ফলন বাড়াতে চান ছোট গাছে? জানতে চান লাউ গাছ বেড়ে গেছে কিন্তু লাউ ধরছেনা কেন? লাউ এর আকার বড় করতে চান? তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন এই ভিডিওতে সব প্রশ্নের সহজ এবং দুটি ইউনিক সমাধান পাবেন যা আপনার অবশ্যই কাজে লাগবে l সুস্থ-সবল লাউ গাছে প্রচুর লাউ ধরাতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে তা না হলে সকল কার্যক্রমে বৃথা যাবে তাই ধাপে ধাপে পুরো বিষয়টি জানানোর চেষ্টা করেছি l আশা করি আপনাদের বেশ উপকার হবেl
লাউ চাষ করে মাত্র ১০ দিনে লাভ ঘরে তুলুন । লাউয়ের ভারে মাচা ভেঙ্গে যাবে । লাউ চাষের যাবতীয় পরিচর্যা।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: