কিভাবে নূর মোহাম্মদ ধানের ২০০ জাত উদ্ভাবন করলেন !
Автор: Amio Creation
Загружено: 2021-04-22
Просмотров: 2638
Описание:
দু'শর বেশি নতুন জাতের ধান উদ্ভাবক যে কৃষক
রাজশাহীর তানোর পৌর এলাকার গোল্লাপাড়া মহল্লার কৃষক নূর মোহাম্মদ। রাজশাহী অঞ্চলে তিনি একজন আদর্শ কৃষক হিসেবে পরিচিত। কৃষিতে বিশেষ অবদানের জন্য পেয়েছেন স্বর্ণপদকসহ একাধিক জাতীয় পুরস্কার। চলতি রোপা আমন মৌসুমে বিলকুমারী বিল সংলগ্ন গোল্লাপাড়ায় এক একর জমিতে ৭৪ জাতের ধান রোপণ করেছেন তিনি। তার উদ্ভাবিত নতুন জাতের ধানের সংখ্যা দুশ'র বেশি। এছাড়া বরেন্দ্র অঞ্চলের বিলুপ্তপ্রায় তিনশ' জাতের ধানের বীজ তিনি সংরক্ষণে রেখেছেন।
কৃষক নূর মোহাম্মদের জমিতে শোভা পাচ্ছে ছোট ছোট অনেক সাইনবোর্ড। শুরুতেই যে কেউ দেখলে ভাববেন এটি বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের বিজ্ঞানীদের প্রদর্শনী প্লট। প্রান্তিক এই কৃষকের নিজস্ব ধান গবেষণা ক্ষেত এটি। লাল, বেগুনি, সোনালি, সবুজ, খয়েরি ও সাদাগুটিসহ নানা প্রকার ধানে ভরপুর এ ক্ষেত।
কৃষক বাবার হাত ধরেই কৃষিতে হাতেখড়ি নূর মোহাম্মদের। এরপর দীর্ঘ গবেষণার পথ পাড়ি দিয়ে সঙ্করায়ণের মাধ্যমে একের পর এক বিভিন্ন জাতের নতুন ধান উদ্ভাবন করেছেন তিনি। এখনও অব্যাহত তার এ গবেষণা। প্রতি বছরই তিনি উদ্ভাবন করছেন নতুন ধানের বীজ।
নূর মোহাম্মদের নতুন ধান
শিক্ষাগত যোগ্যতার কোনো সনদ নেই, তবে আছে ধান নিয়ে নতুন নতুন উদ্ভাবন। সংকরায়ণ করে একের পর এক নতুন ধান উদ্ভাবন করছেন তিনি। স্বশিক্ষিত এই বিজ্ঞানীর কাজ আমলে নিয়েছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরাও। ধানগুলো জাত হিসেবে স্বীকৃতির অপেক্ষায় রয়েছে।
এই বিজ্ঞানীর নাম নূর মোহাম্মদ। বাড়ি রাজশাহীর তানোর উপজেলার গোল্লাপাড়া গ্রামে। দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। বরেন্দ্রভূমিতে প্রায় প্রতিবছরই খরায় নষ্ট হয়ে যায় ধান। সেই ধান রক্ষা করতেই কাজে লেগে যান তিনি। নিজের মাটির ঘরটাকে বানিয়ে ফেলেন গবেষণাগার। ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভিদ প্রজনন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হেলাল উদ্দিনের সাহচর্য পান নূর মোহাম্মদ। সেখানে হাতে-কলমে শেখেন অনেক কিছু।
এ পর্যন্ত সংকরায়ণের পর নূর মোহাম্মদের কৌলিক সারির সংখ্যা দাঁড়িয়েছে ২০০। সর্বশেষ তিনি একটি নতুন সারি উদ্ভাবন করেছেন। তাঁর দাবি, দেশে প্রচলিত বোরো ধান বপন থেকে শুরু করে কাটা পর্যন্ত ১৪০ দিন লাগে। তাঁর উদ্ভাবিত এই ধান বোরো মৌসুমে বপন থেকে ১৩০ দিনের মধ্যে কাটা যাবে। তিনি খরাসহিষ্ণু এই ধানের সারির নাম দিয়েছিলেন এনএমকেপি-৫। এনএমকেপির অর্থ হচ্ছে 'নূর মোহাম্মদ কৃষি পরিষেবা'। প্রথম দিকে তিনি এনএমটি অর্থাৎ নূর মোহাম্মদ তানোর নামে ধানের নামকরণ করতেন।
#নুরমোহাম্মদ #চাষ #কৃষি
Related Tags
------------------------------------------------------------------------------------------------------------------------
#শসাচাষ,
#সবজিচাষ,
#চাষ,
#কচুচাষ,
#মাছচাষ,
#করলাচাষ,
#চাষপদ্ধতি,
#শসাচাষপদ্ধতি,
#সবজিচাষপদ্ধতি,
#তরমুজচাষ,
#ড্রাগনচাষ,
#শীতকালীনসবজিচাষ,
#গৃষ্মকালীনসবজিচাষ,
#গৃষ্মকালীনসবজিচাষ,
#আদাচাষপদ্ধতি,
#আদাচাষ,
#আলুচাষ,
#টবেচাষ,
#লাভজনকসবজিচাষ,
#কোনমাসেকিসবজিচাষকরবেন,
#হাঁসচাষ,
#ঝিঙেচাষ,
#মরিচচাষ,
#ডাটাচাষ,
#লেবুচাষ,
#উস্তাচাষ,
#মুরগিচাষ,
#বরবটিচাষ,
#সব্জিচাষ,
#বোয়ালচাষ,
#apriমাসেসবজিচাষ,
#টবেকরলাচাষপদ্ধতি,
#মার্চমাসেরসবজিচাষ,
#চিচিঙ্গাচাষপদ্ধতি,
#টবেশিমচাষ,
#টবেসিমচাষ,
#বাঙ্গিচাষ,
#রকমেলনচাষ,
#মেলনফলচাষ,
#আঙ্গুরচাষ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: