বহুল প্রতিক্ষিত সেই বুলগুলোর ভিডিও।। Will They Get Registration।আপনি কি চান?
Автор: ACI জেনেটিক্স
Загружено: 2025-03-18
Просмотров: 9044
Описание:
জাত উন্নয়ন এর লক্ষে দেশের ব্রিডিং পলিসিতে ফ্রিজিয়ান,দেশী ও শাহিওয়াল জাতের অনুমোদন থাকলেও ভালো উন্নত শাহিওয়াল বুলের খুবই অপ্রতুলতা বাংলাদেশে।অধিক রোগ সহনশীলতা এবং সুস্বাদু মাংশ উৎপাদন এর পাশাপাশি কিছুটা দুধ উৎপাদন এর জন্য শাহিওয়াল আমাদের দেশে বেশ জনপ্রিয় হলেও কম দুধ হওয়ার সরকারের মুখ্য উদ্দেশ্য দুধ উৎপাদন এ কিছুটা পিছিয়ে আমাদের দেশের শংকর শাহিওয়াল প্রজনন ষাঁড়গুলো।অথচ পাশের দেশ ভারত এবং পাকিস্তান এর দিক তাকালে দেখা যায় শাহিওয়াল জাতটি দিয়ে তাদের দুধ এবং মাংশের একটা সিংহভাগ চাহিদা পুরন হচ্ছ।কম খেয়ে বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে আমাদের এই আবহাওয়াতে যদি ১৫-১৮ লিটারের শাহিওয়াল গাভী পাওয়া যেতো তাহলে কতই না ভালো হত।সেই স্বপ্ন পুরনের চালিকা শক্তি হতে পারে এই পিওর শাহিওয়াল ষাঁড়গুলো দ্বারা।আমরা আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি এই মানের শাহিওয়াল আজ পর্যন্ত বাংলাদেশ এর ইতিহাসে কেউ আনতে পারেনি।সরকার এখন এই হাই মেরিট জিনোম বুল গুলো অনুমোদন দিলেই বাংলাদেশে হতে যাচ্ছে এক সুদুর প্রসারি উন্নয়ন ইনশাআল্লাহ। দেশের প্রান্তিক খামারিদের প্রধান চাহিদা যেহেতু শাহিওয়াল তাই এরকম উচ্চ কৌলিকগুন সম্পন্ন শাহিওয়াল বুলই ব্রিডিং এর জন্য প্রয়োজন।এই ভিডিওটি দেয়া হচ্ছে খামারি ভাইদের প্রবল চাহিদার জন্য।জানিনা বুলগুলো রেজিষ্ট্রেশন পাবে কিনা তবে অনেক আশা নিয়ে আমরা আছি সকলের দোয়া চাই।
#great_bull_of_west_bengal
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: