দাঁদ হলে করণীয় ও বর্জনীয়।fungal infection best medicine of Homeopathy. Homeopathy.
Автор: ডা:সুরভী কুসুম হোমিও
Загружено: 2025-10-20
Просмотров: 36
Описание:
দাঁদ হলে করণীয় ও বর্জনীয়।fungal infection best medicine of Homeopathy. Homeopathy.
দাদ বা রিংওয়ার্ম হলো এক ধরনের ছত্রাকজনিত ত্বকের সংক্রমণ, যা ত্বকে গোলাকার লাল দাগ, খসখসে ভাব ও চুলকানি তৈরি করে। এটি এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে সহজেই ছড়াতে পারে, তাই সতর্কতা ও সঠিক যত্ন নেওয়া অত্যন্ত জরুরি।
দাদ হলে প্রথমেই যা করা উচিত — আক্রান্ত স্থান সবসময় পরিষ্কার ও শুকনো রাখতে হবে। দিনে অন্তত দুইবার অ্যান্টিফাঙ্গাল পাউডার বা হোমিও ঔষধ ব্যবহার করা ভালো। পোশাক, বিছানার চাদর, তোয়ালে প্রতিদিন ধুয়ে রোদে শুকাতে হবে। ঘাম হলে দ্রুত শুকনো কাপড় পরুন এবং আক্রান্ত স্থানে বারবার হাত দেবেন না। ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পর্যাপ্ত পানি পান করুন ও ভিটামিন–C সমৃদ্ধ ফল যেমন আমলকি, পেয়ারা, কমলা ইত্যাদি বেশি খান।
অন্যদিকে, দাদ হলে কিছু বিষয় অবশ্যই বর্জনীয়। আক্রান্ত স্থানে নখ দিয়ে চুলকানো একেবারেই নিষেধ— এতে সংক্রমণ অন্যত্র ছড়িয়ে পড়ে। অন্যের পোশাক, তোয়ালে, সাবান ব্যবহার করবেন না। অতিরিক্ত তৈলাক্ত, মিষ্টি ও দুগ্ধজাত খাবার কম খান, কারণ এগুলো ফাঙ্গাস বৃদ্ধিতে সহায়তা করে। আক্রান্ত স্থানে কর্পুর, অ্যালকোহল বা রাসায়নিক ক্রিম লাগানো থেকেও বিরত থাকুন।
হোমিও চিকিৎসায় Sulphur, Graphites, Tellurium, Sepia ইত্যাদি ওষুধ নিয়মিত সেবনে দাদ ধীরে ধীরে নির্মূল হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো — পরিচ্ছন্নতা, ধৈর্য ও নিয়মিত চিকিৎসা; এগুলো মানলে দাদ সম্পূর্ণভাবে সারানো সম্ভব।
ফাঙ্গাল ইনফেকশন
ফাঙ্গাল ইনফেকশন কি
ফাঙ্গাল ইনফেকশন দাদের চিকিৎসা
যৌনাঙ্গে চুলকানি হলে করণীয় কি?
দাদ হলে করণীয় কি, দাদ হলে কি করণীয়
ফাংগাল ইনফেকশ
কানে ঘা হলে করণীয়, শরীরে দাদ হলে করণীয় কি
দাদ চুলকানি হলে করণীয়
ফাংগাল ইনফেকশন দূর করার ঘরোয়া উপায
দাদ হলে কি করনীয়
শরীরে চুলকানি হলে করণীয় কি
ফাংগাল ইনফেকশন প্রাইভেট পার্ট যৌনাঙ্গে চুলকানি হলে করনীয
ফাংগাল ইনফেকশনের সমাধান
ফাংগাল ইনফেকশনের ঔষুধ কি
ফাংগাল ইনফেকশনের চিকিৎসা
ফাংগাল ইনফেকশনের ঘরোয়া টোটকা
ফাংগাল ইনফেকশনের ঘরোয়া চিকিৎসা
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: