যোগ দর্শন সাজেশন 2018 | B.A Philosophy Suggestion 2018 - Yoga Philosophy
Автор: Psyক্লোন
Загружено: 2018-03-29
Просмотров: 2603
Описание:
Suggestion - 'যোগ দর্শন' | B.A Philosophy Suggestion 2018 - Yoga Philosophy
যোগ দর্শন সাজেশন 2018 | B.A Philosophy Suggestion 2018 - Yoga Philosophy
যোগ( সংস্কৃত ,পালি : योग yóga ) ভারতীয়উপমহাদেশে উদ্ভূতএকপ্রকার ঐতিহ্যবাহী শারীরবৃত্তীয় ও মানসিক সাধনপ্রণালী। "যোগ" শব্দটিরদ্বারাহিন্দু , বৌদ্ধ ও জৈনধর্মের ধ্যানপ্রণালীকেও বোঝায়।হিন্দুধর্মে এটি হিন্দু দর্শনের ছয়টি প্রাচীনতম ( আস্তিক ) শাখার অন্যতম। জৈনধর্মে যোগ মানসিক, বাচিক ও শারীরবৃত্তীয় কিছু প্রক্রিয়ার সমষ্টি।
হিন্দু দর্শনে যোগের প্রধানশাখাগুলি হল রাজযোগ , কর্মযোগ , জ্ঞানযোগ , ভক্তিযোগ ওহঠযোগ । ভারতীয় দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণনের মতে, পতঞ্জলির যোগসূত্রে যে যোগের উল্লেখ আছে, তা হিন্দু দর্শনের ছয়টি প্রধানশাখার অন্যতম (অন্যান্য শাখাগুলি হলো কপিলেরসাংখ্য, গৌতমের ন্যায়, কণাদের বৈশেষিক, জৈমিনীরপূর্ব মীমাংসা ওবদরায়ানের উত্তর মীমাংসা বা বেদান্ত)। অন্যান্যযেসব হিন্দু শাস্ত্রগ্রন্থেযোগের সম্পর্কে আলোচনাকরা হয়েছে সেগুলিহলো উপনিষদ্ ,ভগবদ্গীতা , হঠযোগ প্রদীপিকা , শিব সংহিতা ওবিভিন্ন তন্ত্রগ্রন্থ ।
সংস্কৃত "যোগ" শব্দটিরএকাধিক অর্থ রয়েছে। এটি সংস্কৃত "যুজ" ধাতু থেকে ব্যুৎপন্ন, যার অর্থ"নিয়ন্ত্রণ করা", "যুক্ত করা" বা "ঐক্যবদ্ধ করা"। "যোগ" শব্দটিরআক্ষরিক অর্থ তাই"যুক্ত করা", "ঐক্যবদ্ধ করা", "সংযোগ" বা "পদ্ধতি"। সম্ভবত "যুজির্সমাধৌ" শব্দটি থেকে"যোগ" শব্দটি এসেছে, যারঅর্থ "চিন্তন" বা "সম্মিলন"। দ্বৈতবাদী রাজযোগেরক্ষেত্রে এইঅনুবাদটি যথাযথ। কারণ উক্তযোগে বলা হয়েছে চিন্তনের মাধ্যমে প্রকৃতি ওপুরুষের মধ্যে ভেদজ্ঞান জন্মে।
যিনিযোগঅনুশীলন করেন বা দক্ষতার সহিত উচ্চমার্গের যোগদর্শন অনুসরণ করেন, তাঁকে যোগী বা যোগিনী বলা হয়।
Yoga Philosophy Suggestion 2018 .
-----------------------------------------------
ফেসবুক পেজ -
https://www.fb.com/JNTDSK.OFFICIAL
------------------------------------------------
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: