নেই লাইফ জ্যাকেট রনডিহা ঘাটে ভরা দামোদরে চলছে নৌকায় যায়ায়াত জীবনের ঝুঁকি নিয়ে
Автор: Durgapur Barta
Загружено: 2020-09-03
Просмотров: 40
Описание:
মহুয়া ঘোষাল দুর্গাপুর ৩ সেপ্টেম্বর ২০২০
ভরা দামোদর । এমনই ভরা দামোদর যে রনডিহাতে দেখা গিয়েছে ডলফিন । এই ভরা দামোদরে নৌকা করে চলছে যাতায়াত । প্রশাসনের চোখের সামনেই একই নৌকায় চলছে বাইক থেকে মানুষ । নৌকায় যাত্রীরা দামোদরের এক পার থেকে অন্য পাড়ে পারি দিচ্ছেন খেয়া নৌকায় । লাইফ জ্যাকেটের বালাই নেই । যাত্রীদের অনেকেই জানেন না লাইফ জ্যাকেট কেমন দেখতে হয় । শুধু বলেন এভাবেই তো চলে পারাপার কই কখনো তো লাইফ জ্যাকেট নিয়ে যাতায়াত করা হয় না । নৌকার মাঝি বলেন অন্যসময় এই নৌকা দিয়ে দামোদরের বুকে মাছ ধরে বেড়াই আর এখন যাত্রী পারাপার করিয়ে কিছু টাকা উপার্জন করে নেওয়া হয় । গলসি ১নং ব্লকে চাকতেঁতুল পঞ্চায়েতের রনডিহা ঘাটে প্রতিদিন কয়েক হাজার মানুষ নানা কাজে বাঁকুড়া , মানাচরগুলি থেকে আসেন । পড়ুয়া , কৃষক ,মাছ ব্যবসায়ী থেকে চাকুরীজীবী সবাই আসেন এভাবেই । সাগর মজুমদার বলেন নৌকায় বাইক চাপিয়ে তারা আসেন । এই যাত্রী বলেন ঝুঁকি তো আছেই তবে প্রশাসন কোন নজর দেয় না । সন্ধ্যা গায়েন নৌকা চেপে প্রতিদিন আসেন মানাচর থেকে । সন্ধ্যা দেবি বলেন দামোদর যেভাবে ফুঁসছে তাতে তো এভাবে আসতে খুব ভয় করে কিন্তু কি করা যাবে পেটের দায়ে আসতে হয় । অভিযোগ নৌকাগুলিতে অতিরিক্ত যাত্রী নেওয়া হয় । শুধু যাত্রী নয় , মোটরবাইক , সাইকেল থেকে আরম্ভ করে সবকিছুই চাপিয়ে নিয়ে আসা হয় । নৌকা বোঝাই হলে পরেই তবে নৌকা ছাড়ে । যাত্রীদের অভিযোগ এইসময় ভরা দামোদরে একবার নৌকা উল্টিয়ে গেলে সবাই মারা পরবে , বাঁচার কোন উপায় থাকবেই না ।
অভিযোগ প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবেই লাইফ জ্যাকেট ছাড়াই যাতায়াত করলেও প্রশাসন একদিনের জন্যও কোন অভিযান চালানো ত দুরের কথা যাত্রীদের সচেতন করার কোন উদ্যগ নেয় নি ।
এ বিষয়ে চাকতেঁতুল পঞ্চায়েতের প্রধান অশোক ভট্টাচার্য্য স্বীকার করেন লাইফ জ্যাকেট ছাড়াই নোউকায় যাত্রীরা যাতায়াত করেন । তিনি বলেন তিনি প্রশাসনকে বলবেন যাতে এ বিষয়ে নজর দেওয়া হয় ।
প্রশাসনের কাছে কোন তথ্য নেই এই মুহুর্তে রনডিহা ঘাটে কতগুলি নৌকা প্রতিদিন যাত্রী নিয়ে যাতায়াত করছে ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: