'মাঝি' কবিতার সাথে জীবনের সঙ্গে সম্পর্ক
Автор: Online Classes Rampur High School
Загружено: 2023-02-21
Просмотров: 67529
Описание:
‘মাঝি’ কবিতাটির সাথে জীবনের সঙ্গে সম্পর্ক
• 'মাঝি' কবিতার সাথে জীবনের সঙ্গে সম্পর্ক
৭ম শ্রেণির বাংলা পঞ্চম অধ্যায় ৩য় পরিচ্ছেদ জগদীশচন্দ্র বসু এর সকল অনুশীলনমূলক কাজ সমাধান
• class 7 bangla jogodish chondro bosu | ৭ম ...
সপ্তম শ্রেণির বাংলা
সাহিত্য পড়ি লিখতে শিখি
কবিতা পাঠ
টপিক : জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি
কবিতা পড়ে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজে বের করা মানে কবিতাটিকে জীবনের স্মৃতিতে মেশানো। মনে রাখার কৌশল বলতে পারো।
যদিও যার যার জীবনের ঘটনা প্রবাহ এক নয়। তাই উদাহরণটিতে মিল খুঁজে পাবে না। তবে একটা ধারনা পাবে কিভাবে কবিতা পড়ে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজতে হয়।
সপ্তম শ্রেণির বাংলা বইটির ১২২ পৃষ্ঠায় কাজটি দেওয়া আছে...
"মাঝি’ কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কি না, কিংবা
কোনো সম্পর্ক খুঁজে পাও কি না, তা নিচে লেখো।"
★ ‘মাঝি’ কবিতাটির সাথে আমার জীবনের সঙ্গে সম্পর্ক
............................................................................
আমার গ্রামটির পাশ দিয়ে ডাকাতিয়া নদী বয়ে গেছে। সাপের মত এঁকেবেঁকে নদীটি চলে গিয়ে পদ্মানদীতে মিশেছে। আমি নদীর পাড়ে প্রায়ই বসে থাকি। বর্ষাকালে নদীতে পানি ভরা থাকে। তখন সেখানে নৌকা চলাচল করে। ছেলেমেয়েরা নদীতে গোসল করে। শীতের মৌসুমে পানি কম থাকে বলে কৃষকেরা লাঙ্গল কাঁধে নিয়ে নদী পার হতে পরে। রাখালেরা গোরু মহিষ সাঁতরে নিয়ে যায়। নদীর দুইপাশে উচু চর জাগে এবং কৃষকেরা ফসল ফলায়। জেলেরা নদীর পানিতে মাছ ধরে। রাতে ডাঙ্গায়
শেয়াল ডাকে। বর্ষার মৌসুম শেষ হলে ঝাঁকে ঝাঁকে শীতের পাখি আসে সেখানে। নদীর পাড়ে হাঁটতেই কাদাখোঁচা পায়ের চিহ্ন পড়ে। শরৎকালে সাদা কাশফুল দেখা যায় নদীর পাড়ে। সেখানে রাতের বেলা চাঁদের আলো লুটিয়ে পড়ে।
'মাঝি' কবিতার সাথে আমার গ্রামের নদীটির সাথে বেশ মিল আছে।
একদিন আমার মা আমার কাছে জানতে চেয়েছিলেন যে, বড় হয়ে আমি কি হতে চাই। আমি তখন বলেছিলাম আমি শিক্ষক হতে চাই। সবাই বড় হয়ে কোন না কোন পেশায় নিয়োজিত হয়ে জীবিকা নির্বাহ করে। বড় হয়ে কিছু হতে চাওয়া হচ্ছে জীবনের লক্ষ স্থির করা। আমি সেদিন আমার জীবনের লক্ষ্য স্থির করে ছিলাম। আমার জীবনের এই ঘটনাটি মাঝি কবিতার বালকটি তার মাকে বলা ইচ্ছার কথার সাথে মিলে যায়।
আমার যেতে ইচ্ছে করে
নদীটির ওই পারে-
যেথায় ধারে ধারে
বাঁশের খোঁটায় ডিঙি নৌকো
বাঁধা সারে সারে।
কৃষাণেরা পার হয়ে যায়
লাঙল কাঁধে ফেলে;
জাল টেনে নেয় জেলে,
গোরু মহিষ সাঁতরে নিয়ে
যায় রাখালের ছেলে।
সন্ধে হলে যেখান থেকে
সবাই ফেরে ঘরে
শুধু রাতদুপরে
শেয়ালগুলো ডেকে ওঠে
ঝাউডাঙাটার ’পরে।
মা, যদি হও রাজি,
বড়ো হলে আমি হব
খেয়াঘাটের মাঝি।
শুনেছি ওর ভিতর দিকে
আছে জলার মতো।
বর্ষা হলে গত
ঝাঁকে ঝাঁকে আসে সেথায়
চখাচখী যত।
তারি ধারে ঘন হয়ে
জন্মেছে সব শর;
মানিকজোড়ের ঘর,
কাদাখোঁচা পায়ের চিহ্ন
আঁকে পাঁকের পর।
সন্ধ্যা হলে কত দিন মা,
দাঁড়িয়ে ছাদের কোণে
দেখেছি একমনে-
চাঁদের আলো লুটিয়ে পড়ে
সাদা কাশের বনে।
মা, যদি হও রাজি,
বড়ো হলে আমি হব
খেয়াঘাটের মাঝি।
এপার ওপার দুই পারেতেই
যাব নৌকো বেয়ে।
যত ছেলেমেয়ে
স্নানের ঘাটে থেকে আমায়
দেখবে চেয়ে চেয়ে।
সূর্য যখন উঠবে মাথায়
অনেক বেলা হলে-
আসব তখন চলে
‘বড়ো খিদে পেয়েছে গো-
খেতে দাও মা’ বলে।
আবার আমি আসব ফিরে
আঁধার হলে সাঁঝে
তোমার ঘরের মাঝে।
বাবার মতো যাব না মা,
বিদেশে কোন্ কাজে।
মা, যদি হও রাজি,
বড়ো হলে আমি হব
খেয়াঘাটের মাঝি।
মাঝি কবিতা পড়ে কী বুঝতে পারলে | মাঝি কবিতা সপ্তম শ্রেণি | class 7 bangla page 120
• মাঝি কবিতা পড়ে কী বুঝতে পারলে | মাঝি কবিত...
'কবিতার বৈশিষ্ট্য খুঁজি' ও 'কবিতা লিখি'
৭ম শ্রেণির বাংলা বই থেকে পৃষ্ঠা ১৩৪ ও ১৩৫
• 'কবিতার বৈশিষ্ট্য খুঁজি' ও 'কবিতা লিখি'
ময়নামতির চর কবিতার মূলভাব ৭ম শ্রেণির বাংলা
• ময়নামতির চর কবিতার মূলভাব ৭ম শ্রেণির বাংলা...
সপ্তম শ্রেণির বাংলা কবিতা ময়নামতীর চর (অনুশীলনমূলক কাজ সহ)
• সপ্তম শ্রেণির বাংলা কবিতা ময়নামতীর চর
সপ্তম শ্রেণির বাংলা কবিতা ময়নামতীর চর
• সপ্তম শ্রেণির বাংলা কবিতা ময়নামতীর চর
ময়নামতির চর কবিতার মূলভাব ৭ম শ্রেণির বাংলা
• ময়নামতির চর কবিতার মূলভাব ৭ম শ্রেণির বাংলা...
ঢাকাই ছড়ার মূলভাব বা গদ্যরূপ ৭ম শ্রেণির বাংলা
• ঢাকাই ছড়ার মূলভাব বা গদ্যরূপ ৭ম শ্রেণির বাংলা
নোলক কবিতার মূলভাব বা গদ্যরূপ ৭ম শ্রেণির বাংলা
• নোলক কবিতার মূলভাব বা গদ্যরূপ ৭ম শ্রেণির ব...
সপ্তম শ্রেণির বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মাঝি
• সপ্তম শ্রেণির বাংলা কবিতা রবীন্দ্রনাথের মাঝি
৭ম শ্রেণির মাঝি কবিতার অনুশীলনমূলক কাজ মিল-শব্দ খুঁজি
• মাঝি কবিতার অনুশীলনমূলক কাজ মিল-শব্দ খুঁজি
৭ম শ্রেণির মাঝি কবিতার অনুশীলনমূলক কাজ মিল-শব্দ খুঁজি
• মাঝি কবিতার অনুশীলনমূলক কাজ মিল-শব্দ খুঁজি
Class Seven English Lesson 1 Dream School
• Class Seven English Lesson 1 Dream School
সপ্তম শ্রেণির বাংলা কবিতা ছিন্নমূকুল
• সপ্তম শ্রেণির বাংলা কবিতা ছিন্নমূকুল
সপ্তম শ্রেণির বাংলা ঢাকাই ছড়া অন্নদাশঙ্কর রায়
• সপ্তম শ্রেণির বাংলা ঢাকাই ছড়া অন্নদাশঙ্কর ...
৭ম শ্রেণির জন্য কবি আল মাহামুদের কবিতা নোলক
• ৭ম শ্রেণির জন্য কবি আল মাহামুদের কবিতা নোলক
যোগাযোগের বিবেচ্য বিষয় সপ্তম শ্রেণির বাংলা
• যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয় সপ্তম শ্রে...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: