বক্রেশ্বর শ্মশানে এখনো দেখা যায় অঘোরীবাবার আত্মা ! Bakreswar Sati Pith..Birbhum / hot spring
Автор: Travelia
Загружено: 2022-09-01
Просмотров: 22807
Описание:
#birbhum #bakreswar #bakreswartour
৫১ সতী পিঠের মধ্যে অন্যতম বক্রেশ্বর। কথিত আছে এই জায়গায় দেবীর তৃতীয় নয়ন পতিত হয়েছিল। যদিও তা নিয়ে রয়েছে অনেক মতভেদ।
বোলপুর থেকে ৫৬ কিলোমিটার দূরে অবস্থিত এই বক্রেশ্বর ধাম এবং সিউড়ি থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গা।
মূল প্রবেশদ্বার থেকে মন্দিরে যাওয়ার পথে পড়বেই দু'ধারে বিস্তৃত দোকান। বীরভূম জেলার সিউড়ি সদর মহকুমার শহর এই বক্রেশ্বর এখানে পূর্ণ ওজনের আকাঙ্ক্ষা নিয়ে বহু দূরদূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা।
এই বক্রেশ্বরের উষ্ণপ্রবন অন্যান্য উষ্ণ প্রশ্নবনগুলো থেকে একটু আলাদা কারণ এইখানেই একমাত্র হিলিয়াম গ্যাসের সন্ধান মিলেছে।
এই জল অত্যাধিক খনিজ সমৃদ্ধ যা খেলে বিভিন্ন রোগ সেরে যায় সে কারণেই এই জল বোতল করে বিক্রি হয়।
কিভাবে আসবেন -
সিউড়িগামী যে কোন ট্রেন ধরে সিউড়িতে নামবেন। সিউড়ি বাসস্ট্যান্ড থেকে বাস ধরে সহজেই যাওয়া যায় বক্রেশ্বরে।
অথবা
বোলপুর থেকেও আসা যায়।বোলপুর বাস স্ট্যান্ড থেকে বাস ধরে নামতে হবে বক্রেশ্বর।
////////
বীরভূমের আগের পর্ব "মামা ভাগ্নে পাহাড়ে যোনিপিঠের রহস্য"
• মামা ভাগ্নে পাহাড়ে যোনিপীঠের রহস্য ! একটু...
/////////////
অজানা জায়গার সন্ধান পেতে জুড়ে থাকুন আমাদের সাথে।
Query :
1.how to go bakreswar temple
2.bakreswar mandir timing
3.hot spring
4.bakreswar hot spring
5.aghori
6.bakreswar samsan
7.birbhum tour
8.birbhum travel / tourist spot
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: