Short Film of Tuk-O-Damtua Jhorna ::: শর্টফিল্ম অফ তুক-অ-দামতুয়া ঝর্ণা।
Автор: Travel Freak Bangladesh (TFB)
Загружено: 2018-07-14
Просмотров: 255
Описание:
যাওয়ার উপায়:
ঢাকা থেকে শ্যামলী/হানিফের রাত ৯:৩০ তাই গাবতলী থেকে ছেড়ে যাওয়া বাসে করে সরাসরি চলে যাবেন আলীকদম। ভাড়া ৮৫০ টাকা। এই দুই কোম্পানি ছাড়া ঢাকা থেকে ডাইরেক্ট আলীকদম আর কোনো পরিবহন যায় না। সকাল বেলা নেমে নাস্তা করে চাঁদের গাড়ি অথবা মোটরসাইকেল এ করে চলে যাবেন ১৭ মাইল। মাঝে ১১ মাইল এ আর্মি ক্যাম্প এ এন্ট্রি করতে হবে। মনে রাখবেন সবার সাথে অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের স্টুডেন্ট আইডি নিয়ে যেতে হবে। না থাকলে আর্মি ভিতরে যাওয়ার পারমিশন দিবে না। তারপর ১৭ মাইল গিয়ে গাইড নিয়ে চলে যাবেন দামতুয়া ঝর্ণা। পথে পড়বে মেম্বার পাড়া, ব্যাঙ ঝিরি সহ আরো কয়েকটা ঝিরি। যাওয়ার সময় প্রায় ৩ ঘন্টা ট্রেকিং করতে হবে। আসার সময় ও একই। আলীকদম থেকে বাস সন্ধ্যা ৭-৭:৩০ টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। এর পরে আর কোনো বাস নেই।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: