সরকারিভাবে মাশরুম চাষিদের জন্য কোন-সুযোগ সুবিধা না থাকায় মাশরুম উৎপাদন নিয়ে হতাশ চাষিরা।
Автор: NEWS 7 DAY
Загружено: 2024-05-22
Просмотров: 83
Описание:
প্রচুর পুষ্টি ও ঔষধীগুন সম্পন্ন সবজি মাশরুম। এই মাশরুম বিপননে ঢাকার সাভারের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটে প্রতিনিয়ত বসছে মাশরুম হাট। যেখানে দেশের বিভিন্ন জেলার প্রান্তিক চাষিদের উৎপাদিত মাশরুম বিক্রি হচ্ছে ক্রেতাদের কাছে। স্বাস্থ্য সচেতন ক্রেতারা প্রতিনিয়ত এই মাশরুম হাট থেকে সংগ্রহ করছেন তাদের পণ্য। তবে, সরকারিভাবে মাশরুম চাষিদের জন্য কোন-সুযোগ সুবিধা না থাকায় মাশরুম উৎপাদন নিয়ে হতাশ চাষিরা।
ঢাকার সাভারের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটের চত্বরে প্রায় কয়েকবছর যাবৎ বসছে মাশরুম হাট। যে হাটে দেশের বিভিন্ন প্রান্তের চাষিদের উৎপাদিত বিভিন্ন জাতের তাঁজা, শুকনা ও পাউডার মাশরুম বিক্রি হচ্ছে। ক্রেতাদের হাতে মাশরুম তুলে দিতে খামারীদের ভরসা এমন মাশরুম হাট। কিন্তু, প্রচার প্রচারনা না থাকায় মাশরুমের ভবিষ্যত নিয়ে হতাশ সাধারণ চাষিরা। মাশরুম হাটে সহজেই মাশরুম পাচ্ছেন সাধারণ ক্রেতারা। তবে, এ নিয়ে প্রচার প্রচারনার অভাব রয়েছে বলে মন্তব্য করেন অনেকেই।
মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের কর্তা ব্যক্তিরাও বলছেন, প্রান্তিক চাষিদের ভাগ্য উন্নয়নের কথা। অনেক দিন ধরেই এ দেশে ব্যাপকভাবে মাশরুম চাষ হলেও রয়েছে অন্তরায়। যে কারণে মাশরুম সম্প্রসারণে সফল হতে পারছেন না সংশ্লিষ্ট দপ্তর।
মাশরুম চাষিদের ভাগ্যউন্নয়নে দরকার সঠিক পরিকল্পনা । প্রান্তিক চাষিদের জন্য এখনই সঠিক ব্যবস্থা গ্রহণ না করা হলে সরকারের মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্প আলোর মুখ দেখবেনা বলে অভিমত সচেতন মহলের।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: