গরু কেনার দক্ষ লোক দরকার? ভালো গরু চেনার উপায়। ভালো গরু পাবেন হাটে? Krishi Deepti
Автор: Krishi Deepti
Загружено: 2022-04-13
Просмотров: 2501
Описание:
গরু কেনার দক্ষ লোক দরকার? ভালো গরু চেনার উপায়। ভালো গরু পাবেন হাটে? Krishi Deepti.
গরুর খামার করতে চাইলে ভালো গরু কিনতে হবে। ভালো গরু চেনার উপায় জানা থাকতে হবে। দুগ্ধ খামার, গরু মোটাতাজাকরণ, বাছুর গরু মোটাতাজাকরণ, ষাঁড় গরু মোটাতাজাকরণ, বাছুর ও গাভী মোটাতাজাকরণ, গাব গরু মোটাতাজাকরণ, যে কোন খামার বা প্রকল্প করতে চাইলে প্রথম শর্ত হলো ভালো ও সুস্হ গরু চিনতে পারা এবং সঠিক সুস্হ গরুটি কিনতে পারা। যারা নতুন, গরুর খামার করতে চান তাদের প্রয়োজন একজন দক্ষ লোকের যিনি সুস্হ ভালো গরু কিনে দিতে পারবেন। এই ভিডিওতে এ রকম একজন দক্ষ লোকের সাক্ষাতকার নেওয়া হয়েছে। এই ভিডিও দেখে নতুন খামারীদের একটা সাধারণ ধারণা হবে। এ ছাড়া সুস্হ ও ভালো গরু চেনার উপায় বিষয়ে আলোচনা করা হয়েছে। এ ছাড়াও যে সব গরুর হাটে ভালো গরু পাওয়া যায় সেইসব হাটের নাম উল্লেখ করা হয়েছে। যেমন- ঢেলাপীর হাট, নীলফামারী কালিতলা হাট, বসুনিয়া হাট, বুড়ির হাট, খোঁচাবাড়ী হাট, রামগঞ্জ হাট ইত্যাদি।
যারা ভিডিওতে সাক্ষাতকার প্রদানকারী গোলাম রব্বানীর কাছ থেকে গরু কিনে নিতে চানা তাঁরা কমেন্টবক্সে লিখলে তিনি আপনাদের সাথে যোগাযোগ করবেন।
ভিডিওতে সাক্ষাতকার গ্রহণ এবং ভিডিও সম্পাদনা করেছেন রাজা সহিদুল আসলাম।
ভিডিওটি কারও সামান্যতম উপকারে লাগলে Krishi Deepti চ্যানেলের পরিশ্রম স্বার্থক হবে।
যাঁরা ভিডিও দেখলেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা রইলো।
সকলের জন্য শুভ কামনা।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: