কলকাতায়। প্রথমবার। গঙ্গার।নিচে দিয়ে। মেট্রো ট্রেন। চালু হলো।
Автор: Sidhartha Mal
Загружено: 2024-04-12
Просмотров: 49
Описание:
কলকাতায়। প্রথমবার। গঙ্গার।নিচে দিয়ে। মেট্রো ট্রেন। চালু হলো। ভারত এশিয়ার প্রথম কলকাতা গঙ্গা নদীর জলের নিচে মেট্রো ট্রেন। হাই বন্ধুরা, এই মেট্রো ট্রেন মানে রেল ট্রেনটা গঙ্গার নিচে দিয়ে কবে চলবে কবে চলাচল হবে এই নিয়ে আমরা অনেকদিন ধরে ব্যাকুল একটা আশায় বসে ছিলাম। অবশেষে মেট্রো ট্রেন টা চালু হয়ে গেছে এই কয়েক সপ্তাহ তো হল। এই মেট্রো টা শুরু হচ্ছে। এস্প্লানেডে । মহাকরণ। হাওড়া।ময়দান। এবং হাওড়া দিয়ে যদি আসো তাহলে ওখান থেকে শুরু হচ্ছে প্রথম যে স্টপেজটা পড়বে হচ্ছে হাওড়া ময়দান তারপর হাওড়া তারপর মহাকরণ তারপর এস্প্লানেডে এটাই লাস্ট স্টপেজ। এখনো শিয়ালদা রুট টা চালু হয়নি। তো বন্ধুরা ভিডিওটা যদি দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করে জানিও আমায় আর প্লিজ যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করো।
#হাওড়ামেট্রোভ্লগঃ
#underwatermetro
#kolkatametro
#sidharthamal 6910
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: