গরুর ম্যাস্টাইটিস রোগের চিকিৎসায়
Автор: Monowara Agro( মনোয়ারা এগ্রো)
Загружено: 2025-11-12
Просмотров: 1
Описание:
গাভির ওলান ফোলা বা ম্যাস্টাইটিস হলে করণীয়ঃ
ওলান ফোলা শুরু হলে আতংকিত না হয়ে সচেতন হোন!!এ সময় কি কি করতে পারেন?
বিস্তারিত সবাধানঃ এটা সাবক্লিনিক্যাল ম্যস্টাইটিস রোগ
1.আক্রান্ত ওলানে বেশী করে পানি মারেন,এতে গাভীর আরাম হবে,অধিক তাপ ও চাপ কমবে।
2.ফিটকিরি মিশিয়ে গরম পানি তোয়ালে দিয়ে ভিজিয়ে পানি চিপে ফেলে দিয়ে নীচ থেকে উপড়ে চাপ দেওয়া/ভাফ দেওয়া। এতে দুধ সহজে নরম হতে সহায়তা করবে।
3.দানাদার খাবার কমিয়ে আনা,এতে ক্ষতিকর ব্যকটেরিয়ার শক্তি কমে আসবে।
4.প্রবায়োটিক পাউডার ব্যবহার করা,এ সময় প্রমাষ্ট/ম্যাস্টি 29/ পিনাক্স / আডার চেক পাউডার এক প্যাক সকাল এক প্যাক রাতে। তিন দিন, পরে হাফ করে দুই বেলা।
5.রেডি জিংক ট্যবলেট পানিতে মিশিয়ে 1+0+1, বা জিংক সিরাপ 50 মিলি+0+ 50 মিলি।
6.বরফ দিয়ে ঘষা,এতে ওলানে ব্যথা কমে আসবে!
7.বেশী বেশী ওলান থেকে বাতিল দুধ টেনে ফেলা,ফলে দুধের চাপ কমে যাবে।
8.ওলান পটাশ ও সাবান দিয়ে ওয়াশ করে,বাটে বায়োডিন লাগানো ও জীবাণুমুক্ত করা।
9.ব্যথার জন্য PK 5 ট্যবলেট দিনে একটা অথবা ফাষ্ট ভেট 2+2+2 দুটি করে আট ঘন্টা পরপর।
10.কাঁচা ঘাস,নিমপাতা,সজিনা পাতা,রসুন সিদ্ধ দিতে পারেন।
12.কোন প্রকার এন্টিবায়োটিক ইনজেকশন বা ঔষধ দিবেন না। তাহলে উপরের বর্নিত চিকিৎসা ব্যর্থ হবে। প্রোবায়োটিক ও এন্টিবায়োটিক এক সাথে দেওয়া ভুল চিকিৎসা।
13.আপাতত এক সপ্তাহ বাছুর কে অন্য গাভীর ভাল দুধ গেতে দিবেন।ম্যাস্টাইটিসে আক্রান্ত দুধ থেকে বাছুরের পাতলা পায়খানা হতে পারে।
14.খামারের ফ্লোর ও ম্যাট ব্লিচিং পাউডার,পটাশ ও গুড়া সাবান দিয়ে ধুয়ে জীবানুমুক্ত রাখুন। #খামারজীবন
#গরুরস্তনপ্রদাহ
#খামার_টিপস
#মনোয়ারা_এগ্রো
#গরুরযত্ন
#দুধউৎপাদন
#ডেইরিফার্ম
#কৃষিপরামর্শ
#BangladeshDairyFarm
#MastitisTreatment
#CowHealthCare
#DairyFarmingTips
#AnimalCareBD
#CowFarmBangladesh
#LivestockFarming
#FarmLifeBD
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: