দীপান্বিতা অমাবস্যার মাহাত্ম কী?
Автор: CTVN AKD PLUS
Загружено: 2025-10-19
Просмотров: 97
Описание:
দীপান্বিতা অমাবস্যার মাহাত্ম কী?
জানেন কী দীপাবলীতে কেন শহর থেকে গ্রাম আলোকমালায় সেজে ওঠে? কেনই বা দীপান্বিতা উৎসব পালন করা হয়? আজ জানাব সেই তথ্য।
ভারতীয় শাস্ত্র ও সংস্কৃতির ভাবধারা বজায় রেখে এই উৎসবটি হিন্দু দেবী কালীকে উৎসর্গ করা হয়। যা বাংলা কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যায় পালিত হয়। উৎসবটি বিশেষ করে পশ্চিমবঙ্গ, মিথিলা, বিহার, ওড়িশা, আসাম এবং ত্রিপুরার মতো অন্যান্য স্থানের পাশাপাশি বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয় । দিওয়ালী নামে পৃথিবীর অনেক দেশেই এই উৎসবটি পালিত হয়।
দীপাবলি উৎসব বিভিন্ন রাজ্য় বা আঞ্চলিকতায় ভিন্ন ভিন্ন নামে পালিত হয়, যেমন- দীপাবলি, দীপান্বিতা, দীপালিকা, সুখরাত্রি, সুখসুপ্তিকা এবং যক্ষরাত্রি নামেও এই উৎসবকে অভিহিত কর হয়। সর্বভারতীয় ক্ষেত্রে এই দিন লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হলেও বাঙালি, অসমীয়া ও ওড়িশাবাসীরা এই দিন কালীপূজা করে থাকেন।
দীপাবলির পৌরাণিক কাহিনী কী?
দীপাবলির প্রচলিত পৌরাণিক কাহিনীগুলোর মধ্যে রয়েছে শিবের ত্রিপুরারাজের বধের কাহিনী। দেব-দীপাবলির দিনে ভগবান শিব ত্রিপুরাসুর বধ করেন। তারকাসুরের তিন পুত্র, তারকাক্ষ, কমলাক্ষ ও বিদ্যুন্মালী কঠিন তপস্যার মাধ্যমে ব্রহ্মা থেকে তিনটি শহর লাভ করে, যা দেবতাদের জন্য অত্যন্ত ধ্বংসাত্মক হয়ে ওঠে। শিব এই তিনটি শহর এবং অসুরদেরকে তাঁর পাশুপত অস্ত্রের দ্বারা ধ্বংস করেন। খুশীতে দেবতারা পৃথিবীতে নেমে আসেন এবং প্রদীপ জ্বালিয়ে উৎসব পালন করেন।
দীপাবলির সবচেয়ে প্রচলিত পৌরাণিক কাহিনীগুলোর মধ্যে রয়েছে রামের অযোধ্যায় প্রত্যাবর্তনের ঘটনা। রামায়ণ অনুসারে, ১৪ বছরের নির্বাসনের পর যখন শ্রীরামচন্দ্র, সীতা ও লক্ষ্মণ অযোধ্যায় ফিরে আসেন, তখন প্রজারা আনন্দ ও উৎসবের মাধ্যমে তাঁদের স্বাগত জানায়। তাঁদের পথ আলোকিত করার জন্য পথে প্রদীপ জ্বালানো হয়েছিল।
মহাভারতের অন্য একটি কাহিনীতে বর্ণনা করা হয়েছে,নরকাসুর পৃথিবীর সকল রাজ্য জয় করার পর স্বর্গ আক্রমণ করেন এবং ইন্দ্র পালাতে বাধ্য হন। এরপর নরকাসুর ১৬০০০ নারীকে অপহরণ করে নিয়ে যান। কৃষ্ণ সুদর্শন চক্র দ্বারা নরকাসুরকে বধ করেন এবং ১৬০০০ জন নারীকে উদ্ধার করেন। এই খুশীতে নগরবাসী দীপ জ্বালিয়ে উৎসবে মেতে ওঠেন।
সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মী সমুদ্র থেকে আবির্ভূত হন। সেই দিনটি ছিল কার্তিক মাসের অমাবস্যার দিন, যা দীপাবলির দিনটির সঙ্গে মিলে যায়। এই সমস্ত ঘটনাকে স্মরণে রেখেই হিন্দু ধর্মের আপামর জনগন দীপাবলির উৎসবে মেতে ওঠেন।
#amritkotha #mythology
🎥 Video Courtesy: Calcutta Television Network Pvt. Ltd. (CTVN)
🌐 Visit our website: https://calcuttatelevisionnetwork.in/...
🔔 Subscribe to our channel: / @ctvnakdplus
📘 Follow us on Facebook: / ctvnplus
📸 Follow us on Instagram: / ctvnplus
💼 Connect on LinkedIn: / calcutta-television-network-ctvn
#CTVN #CTVNPlus #CalcuttaTelevisionNetwork #CTVNAKDPLUS
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: