মথুরা অঞ্চলে দীপশিখা মহিলা সমবায় সমিতির নতুন বোর্ড গঠন – স্বনির্ভরতার পথে মহিলাদের অগ্রগতি
Автор: SAMAY NEWS 24x7in
Загружено: 2025-04-17
Просмотров: 27
Описание:
মথুরা অঞ্চলে দীপশিখা মহিলা সমবায় সমিতির নতুন বোর্ড গঠন – স্বনির্ভরতার পথে মহিলাদের অগ্রগতি
অংশুমান পন্ডা, পূর্ব মেদিনীপুর : ভগবানপুর বিধানসভার অন্তর্গত মথুরা অঞ্চলে দীপশিখা মহিলা সমবায় সমিতি সাম্প্রতিক নির্বাচনে নিরঙ্কুশভাবে জয়লাভ করার পর গঠিত হলো নতুন বোর্ড। সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন মহিলা কমিটি গঠন করা হয়েছে, যার মাধ্যমে সমিতির ভবিষ্যৎ পরিচালনা আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
সমবায় সমিতির কর্মকর্তারা জানিয়েছেন, এই বোর্ড মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়নের দিকে বিশেষ নজর দেবে। মহিলাদের স্বনির্ভর করে তুলতে সমিতি থেকে টেলারিং প্রশিক্ষণ, হাঁস-মুরগি পালন, গবাদিপশু পালনসহ বিভিন্ন কার্যক্রমে আর্থিক সহায়তা ও ঋণ দেওয়া হবে। তাদের বক্তব্য, গ্রামের মহিলারা যাতে ঘরে বসেই নিজেদের পায়ে দাঁড়াতে পারেন, তার জন্যই এই উদ্যোগ।
এই নতুন বোর্ড গঠনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি বরুণ গিরি। তিনি জানান, “আমরা এলাকার প্রত্যেক মহিলার পাশে আছি। তাদের উন্নয়নে প্রয়োজনীয় সবরকম সাহায্য আমরা করব।”
এদিকে, নতুন বোর্ড গঠনের প্রেক্ষিতে অভিনন্দন জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিক। তিনি বলেন, “এই ধরনের মহিলা নেতৃত্বাধীন সমবায় সমিতি সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। মহিলারা যদি স্বনির্ভর হয়, তবে গোটা সমাজই উপকৃত হবে।”
দীপশিখা সমবায় সমিতির এই পদক্ষেপ এলাকার মহিলাদের মধ্যে নতুন আশা ও উদ্দীপনার সঞ্চার করেছে। এই ধরনের সামাজিক ও অর্থনৈতিক উদ্যোগ ভবিষ্যতে গ্রামীণ মহিলাদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে বলেই মত বিশ্লেষকদের।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: