দূর থেকে দেখা নয়, পাশে দাঁড়ানোই মানবতা! 🙂❤️
Автор: White Things
Загружено: 2025-12-15
Просмотров: 957
Описание:
দূর থেকে দেখা নয়, পাশে দাঁড়ানোই মানবতা! 🙂❤️ #shorts #ytshorts #minivlog
আজ রাস্তায় দেখা এক বৃদ্ধ মানুষ আমার মনটা নাড়িয়ে দিল। 🙂
একটা ভাঙা ভ্যান নিয়ে সারাদিন রাস্তায় পড়ে থাকা বোতল আর প্লাস্টিক কুড়াচ্ছেন—শুধু একটু খাবার জোটানোর আশায়।
সারাদিন কিছুই খাননি উনি। ভ্যানে থাকা জিনিসগুলো বিক্রি করে আদৌ টাকা পাবেন কিনা, সেটাও জানেন না।
দূর থেকে দেখছিলাম… কিন্তু আর না গিয়ে থাকতে পারিনি।
আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি, ওনাকে দিয়েছি।
উনার সাথে কথা বলে বুঝেছি—উনি সত্যিই খুব ভালো একজন মানুষ।
হ্যাঁ, এই ভিডিওটা আমি দেখানোর জন্যই করেছি।
কারণ যদি এই ভিডিও দেখে ২–১ জন মানুষও এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ায়, তাহলেই এই ভিডিওর সার্থকতা।
আমরা অনেকেই অনেক টাকা, অনেকদিনের খাবার পাই।
কিন্তু এই মানুষগুলো যদি ২ বেলা ২ মুঠো ভালো করে খেতে পারে—সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি।
ভিডিও করে দেখাও, সাহায্য করো।
কে কী বলবে সেটা পরে—মানুষের পাশে দাঁড়ানোটাই আসল।
🙏 দূর থেকে শুধু দেখো না, সাহায্যের হাত বাড়িয়ে দাও।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: