🔥 “ড্রাগন ফল লাল ও বড় করার গোপন ফর্মুলা | ১০০% সফল কৃষি টিপস | Dream Village”
Автор: Dream Village
Загружено: 2025-06-27
Просмотров: 596
Описание:
🌵 ড্রাগন ফল লাল ও বড় করার পরমুলা 🌺
🔴 ফল লাল করার টিপস:
• সূর্যালোক নিশ্চিত করুন দিনে অন্তত ৬-৮ ঘণ্টা।
• পরিপক্ক ফলের সময় জল কমান, এতে চিনির মাত্রা বাড়ে ও রঙ গাঢ় হয়।
• ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামযুক্ত সার ব্যবহার করুন (যেমন: CalMag ফার্টিলাইজার)।
• ফল পাকানোর ১০-১৫ দিন আগে ২% পটাশ স্প্রে (Sulphate of Potash) করুন।
🍈 ফল বড় করার ফর্মুলা:
• প্রতি ১৫ দিন অন্তর:
• NPK (17:17:17) – ৫০ গ্রাম প্রতি গাছে।
• বোরন + জিংক + ম্যাঙ্গানিজ – ফলের সাইজ বাড়াতে হেল্প করে।
• জৈব সার (কম্পোস্ট/গোবর সার) – প্রতি ১ মাসে ১ বার।
💧 সেচ ব্যবস্থাপনা:
• সপ্তাহে ২ বার পানি দিন (বর্ষা ছাড়া)।
• অতিরিক্ত পানি পরিহার করুন – শিকড় পঁচে যেতে পারে।
🛡️ অতিরিক্ত টিপস:
• ফল গাছের গোড়ার চারপাশে আগাছা মুক্ত রাখুন।
• পোকামাকড় থেকে রক্ষা করতে নিম তেল স্প্রে ব্যবহার করুন।।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: