প্রশংসা কুড়াচ্ছে আদর-বুবলীর ‘খেলা হবে’ । Ador । Bubly । Bijoy Entertainment
Автор: Bijoy Entertainment
Загружено: 2023-04-19
Просмотров: 1788
Описание:
#আদর #বুবলী
ঢাকাই চলচ্চিত্র জগতের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী ও এ প্রজন্মের আলোচিত অভিনেতা আদর আজাদ। এই তারকা জুটি অভিনীত ‘লোকাল’ সিনেমার ট্রেইলার প্রকাশ্যে আসতেই বেশ প্রশংসা কুড়াচ্ছে দর্শক-সমালোচকদের। সঙ্গে আসন্ন ঈদুল ফিতরে মুক্তির ঘোষণা। এ সিনেমায় গতানুগতিক নিয়ম ভেঙে দরকারি চরিত্রে হাজির হয়ে চমক দিয়েছেন বুবলী।
অন্যদিকে, নতুন অভিনেতা আদর আজাদ দেখালেন লুকের খেলা। দর্শকরা বলছেন, অন্যসব তারকাদের পেরিয়ে সত্যিকারের ঈদের ট্রেইলার প্রকাশ করল আদর-বুবলীর ‘লোকাল’। সেই প্রশংসাপত্র ভাঁজ করে পকেটে রাখতে না রাখতেই ক্লিওপেট্রা ফিল্মস গত সোমবার সন্ধ্যায় প্রকাশ করল ‘লোকাল’র প্রথম গান ‘খেলা হবে’। যে খেলা সত্যিই দেখার মতো। যেখানে আদরের অ্যাকশন আর বুবলীর মুচকি হাসিতে মজেছে তাদের ভক্ত- অনুরাগীরা।
এদিকে, ‘লোকাল’ সিনেমাটি মুক্তির খবরে বেশ আগ্রহ দেখিয়েছেন প্রেক্ষাগৃহের মালিকরা। সিনেমাটি প্রায় ২০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে বলেও জানা গেছে। ছবিটি পরিচালনা করেছেন আব্বাস খ্যাত তরুণ নির্মাতা সাইফ চন্দন।
তরুণ এই নির্মাতা বলেছেন, ট্রেইলার প্রকাশের পর থেকেই ভালো সাড়া পাচ্ছি। গানটি প্রকাশের পর পুরো আত্মবিশ্বাস ফিরে পেলাম আমরা। সিনেমাটি মুক্তির পরও আমার বিশ্বাস সবার এই উচ্ছ্বাস অব্যাহত থাকবে। দর্শকের প্রতি অনুরোধ, ঈদে সবাই সিনেমাটা দেখবেন। গল্প-নির্মাণ সবকিছুতে ভালো লাগা খুঁজে পাবেন।
তাছাড়া, অভিনেতা আদর আজাদ বলেছেন, ট্রেইলার দেখে সবাই তাদের ভালো লাগার কথা জানিয়েছেন। গানটিও দর্শক সমালোচকদের নজর কেড়েছে। আমরা চেষ্টা করেছি দর্শক চাহিদা অনুযায়ী ভালো গল্পের একটি সিনেমা উপহার দেওয়ার। আশা করছি, চলচ্চিত্রটি দেখে কেউ নিরাশ হবেন না।’
ফেরারী ফরহাদের গল্প ও চিত্রনাট্যে ‘লোকাল’ সিনেমায় আদর-ববুলি ছাড়া আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, শিবা শানু, ডন ও আহমেদ শরীফসহ আরও অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে ক্লিওপেট্রা ফিল্মস।
copyright © BIJOY ENTERTAINMENT Production-2023
সঙ্গে থাকুন বিজয় টিভির সাথে
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: