কেন অগ্রহায়ণ মাসেই পালিত হয় বাংলার ঐতিহ্যবাহী উৎসব, জেনে নিন এর আসল কারন / কেন পালিত হয় নবান্ন?
Автор: অজানা তথ্য
Загружено: 2022-11-07
Просмотров: 589
Описание:
অগ্রহায়ণ মাসেই পালিত হয় বাংলার ঐতিহ্যবাহী উৎসব, জেনে নিন এই উৎসবের তাৎপর্য/কেন পালিত হয় নবান্ন?
Your Quarries-
1) অগ্রহায়নের নবান্ন কি কেন পালন করা হয়
2) নবান্ন উৎসবের ইতিহাস
3) নবান্ন উৎসবের ইতিহাস 2021
4) Nobanno Utsob 2021
5) নবান্ন উৎসব 2021 কিভাবে পালন হয় নবান্ন উৎসব
6) 2021 সালের নবান্ন উৎসবের সঠিক নিয়ম বিধি সময়
7) নতুন ধানের নবান্ন উৎসব
8) গ্রাম বাংলা প্রানের নবান্ন উৎসব
9) গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসবের অগ্রহায়ণ মাস
10) নবান্ন হলো ভারত এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা এবং ভাত উৎসব
12) অঘ্রান মাসের আমন ধানের নতুন নবান্ন উৎসব
13) অঘ্রাণ মাসে আমন ধান কাটার পরেই নবান্ন উৎসব পালিত হয়
14) Nabanna is a traditional festivals Indian and Bangladesh Country
15) Nabbana festivals 2021
16) গ্রামবাংলার ঐতিহ্যবাহী শস্য উৎসব নবান্ন
17) নবান্ন উৎসব একটি পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী জনপ্রিয় সংস্কৃতি
18) বারো মাসে তেরো পার্বণ উৎসবের মঞ্চে একটি ঐতিহ্যবাহী সংস্কৃতি ও জনপ্রিয় উৎসব নবান্ন
অগ্রহায়ণ মাসেই পালিত হয় বাংলার ঐতিহ্যবাহী উৎসব, জেনে নিন এই উৎসবের তাৎপর্য
নবান্ন উৎসব হিন্দুদের একটি প্রাচীন প্রথা। এপার বাংলা ও ওপার বাংলার ঐতিহ্যবাহী শস্যোৎসব নবান্ন। পালিত হয় অগ্রহায়ন মাসেই। হিন্দুশাস্ত্রে নবান্নের উল্লেখ ও তার রীতি নির্দিষ্ট করে বর্ণিত করা রয়েছে। হিন্দু বিশ্বাস অনুযায়ী, নতুন ধান উৎপাদনের সময় পিতৃ-পুরুষ অন্ন প্রার্থনা করে থাকেন। এই কারণে হিন্দু বিধি অনুযায়ে নবান্নে শ্রাদ্ধানুষ্ঠান করে থাকেন। বাংলার কৃষি সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার-অনুষ্ঠান ও উৎসব পালিত হয়, নবান্ন তার মধ্যে অন্যতম।
"নবান্ন" শব্দের অর্থ "নতুন অন্ন"। নবান্ন উৎসব হল নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব। সাধারণত অগ্রহায়ণ মাসে আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয়। কোথাও কোথাও মাঘ মাসেও নবান্ন উদযাপনের প্রথা রয়েছে।
নবান্ন অনুষ্ঠানে নতুন গুড় সহ নতুন অন্ন নতুন চালের তৈরি খাবার বানিয়ে প্রতিবেশী ও আত্মীয়দের, সেই সঙ্গে কাক-কে দেওয়া নবান্নের অঙ্গ একটি বিশেষ লৌকিক প্রথা। লোক বিশ্বাস অনুযায়ী, কাকের মাধ্যমে ওই খাদ্য পূর্ব-পুরুষদের কাছে পৌঁছে যায়। এই নৈবেদ্যকে বলে "কাকবলী"
এই উৎসবে নতুন ধানের চাল দিয়ে তৈরি করা হয় পিঠা পায়েস, ক্ষীর-সহ নানা রকম খাবার। সুস্বাদু খাবারের গন্ধে ভরে ওঠে চারপাশ। সোনালী ধানের প্রাচুর্য আর বাঙালির বিশেষ অংশ নবান্ন ঘিরে অনেক কবি-সাহিত্যিকের লেখায় উঠে এসেছে প্রকৃতির চিত্র। অতীতে পৌষ সংক্রান্তির দিনও গৃহ দেবতাকে নবান্ন নিবেদন করার প্রথা ছিল।
এই উৎসব উপলক্ষ্যে ঘরে ঘরে তৈরি হয় নতুন চালের পিঠা, ক্ষীর-পায়েস সহ নানা উপাদান। হেমন্ত নতুন ফসল ঘরে তোলার সময় এই উৎসব পালন করা হয়। হাজার বছরের পুরনো এই উৎসবটি যুগ যুগ ধরে একইভাবে পালন হয়ে আসছে। নবান্ন উৎসবে গ্রামগঞ্জে আয়োজন করা হয় গ্রামীণ মেলার।
এখনও বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় নবান্ন উৎসব অত্যন্ত উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়। বাংলাদেশের বেশ কয়েকটি গ্রামে নবান্ন উৎসব উদযাপিত হয়। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ,বীরভূম, বর্ধমান সহ বিভিন্ন স্থানে আনুষ্ঠানিক ভাবে এই উৎসব আবহমানকাল ধরে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়ে আসছে ।
শাস্ত্রমতে, নবান্ন শ্রাদ্ধ না করে নতুন অন্ন গ্রহণ করলে পাপের ভাগী হতে হয়। একদা অত্যন্ত সাড়ম্বরে নবান্ন উৎসব উদযাপন হত,সকল মানুষের সবচেয়ে অসাম্প্রদায়িক উৎসব হিসেবে নবান্ন উৎসব সমাদৃত ছিল। কালের বিবর্তনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নবান্ন উৎসব
নবান্ন উৎসবের গান | নবান্ন উৎসবের ছবি আঁকা | নবান্ন উৎসবের ছবি | নবান্ন উৎসবের খাবার | নবান্ন উৎসব অনুচ্ছেদ লিখন | নবান্ন উৎসব অনুচ্ছেদ for class 7 | bangla utsav rachana | নবান্ন উৎসব পালিত | নবান্ন উৎসব রচনা | nabanna utsab drawing | নবান্ন উৎসব মানে কি | nabanna utsab paragraph in bengali | nabanna utsav in bengali language | nabanna utsav in bengali | অগ্রহায়ণ মাস | অগ্রহায়ণ মাস 2022 | Nobanno is a Bengali harvest celebration usually celebrated with food and dance and music in Bangladesh and in the Indian states of West Bengal | Tripura and Assam's Barak Valley. It is a festival of food; many local preparations of Bengali cuisine like pithe are cooked | নবান্ন কবিতা | নবান্ন উৎসব | নবান্ন উৎসব কোন মাসে হয়ে থাকে | নবান্ন উৎসব কোন কালে হয় | নবান্ন ভোজন অর্থ | বোরা উৎসব কোথায় পালিত হয় | বাংলার উৎসব রচনা | বাংলাদেশের গ্রামীণ উৎসব | নবান্ন মেলা | হেমন্তের খাবার | পৌষ পার্বণ | নবান্ন অফিস | নবান্ন উৎসব নিয়ে কবিতা | বাংলা অনুচ্ছেদ নবান্ন উৎসব | নবান্ন উৎসব কবিতা | নবান্ন উৎসব কোন কালে হয় | নবান্ন উৎসব ছবি | নবান্ন উৎসব 202 | আজ আমাদের নবান্ন উৎসব প্রধান | traditional festival | Bengal traditional festival | Nabanna festival | নবান্ন উৎসব | বাংলার ঐতিহ্যবাহী উৎসব | পশ্চিমবঙ্গের সংস্কৃতি | বাংলাদেশের উৎসব | চাষ | উৎসব | কৃষি-সংবাদ | পহেলা অগ্রহায়ণ
Thanks for watching this video 📸📸📸📸
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: