অলকানন্দা বা Allamanda ফুলের কাটিং চারার সহজ পদ্ধতি ।
Автор: Unnata Krishigyan
Загружено: 2020-07-27
Просмотров: 3521
Описание: এই ফুলটি সাধারণত একটি লতা জাতীয় উদ্ভিদ, তবে এই জাতীয় উদ্ভিদের অগ্রভাগ ছাটাই প্রক্রিয়ায় আমরা তাকে গুল্মজাতীয় আকৃতিতে ও টবে বসাতে পারি,ফুলটিকে বিভিন্ন নামে যায় যেমন:-গোল্ডেন ট্রাম্পিট, কমন ট্রাম্পিট, ইয়োলো অ্যালমান্ড, রাজঘন্টা প্রভৃতি, এই ফুলটি হচ্ছে ব্রাজিলের প্রজাতির, এই জাতীয় ফুল গ্রীষ্ম- বর্ষাকালে প্রচুর পরিমাণে ফোটে,ফুলটি তেমন গন্ধযুক্ত হয় না, কিন্তু এটির সুন্দরতা সবার মন আকর্ষণ করে তুলে,এই জাতীয় উদ্ভিদ সাধারণত ডাল থেকে কাটিং করে চারা তৈরি করা খুবই সহজ, এই ফুলের বৈজ্ঞানিক নাম হচ্ছে Allamanda Cathartica, জল জমে না এরূপ স্হানে এই জাতীয় উদ্ভিদ ভালো জন্মে, এই জাতীয় উদ্ভিদ প্রায় ২০- ৩০ ফুট পর্যন্ত লম্বা হয়, এটির বিভিন্ন রঙের ফুল দেখতে পাওয়া যায় যেমন:- হলুদ বেগুনী গোলাপী নীল প্রভৃতি, ইংরেজিতে এই ফুলটিকে Golden trumpet বা yellow Bells ইত্যাদি নামে পরিচিতি আছে, #ranjitdeb# unnatakrishigyan,
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: