পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পরিচালন অনুষ্ঠিত হলো বিজ্ঞান মেধা অভীক্ষা l Kanksa Exam News
Автор: NON STOP EXPRESS TV
Загружено: 2025-09-23
Просмотров: 51
                Описание:
                    Kanksa News:-রবিবার সারা পশ্চিম বর্ধমান জেলার ১২টি পরীক্ষা কেন্দ্রে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে বিজ্ঞান মেধা অভীক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হল। যার মূল উদ্দেশ্য ছিল , শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি ও মেধার মূল্যায়ন করা। সেই মতো এদিন আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বিজ্ঞান কেন্দ্রে তথা কাঁকসা ব্লকের ৭ টি সেন্টারে ২,৮৪৮ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দেয় । আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বিজ্ঞান কেন্দ্রর সম্পাদক রমেশ মন্ডল জানান , সারা পশ্চিম বর্ধমান জেলা জুড়ে একই সময় একই প্রশ্নপত্রের ওপর পরীক্ষা হয় ছাত্র-ছাত্রীদের । এই বিজ্ঞান মেধা অভীক্ষা পরীক্ষা পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান, গণিত ও সাধারণ জ্ঞানের উপর মোট ১০০ নাম্বারে অনুষ্ঠিত হয়। আর প্রতি বছরই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে ,এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষা নিয়ে এক বেসরকারি স্কুলের ছাত্রী জানান, দিন দিন বিজ্ঞান উন্নতি করছে, তা সকল ছাত্র-ছাত্রীর বিজ্ঞানের প্রতি মনোযোগ দেওয়াটা দরকার রয়েছে।আর প্রতি বছর ছাত্র- ছাত্রীদের জন্য এই ধরনের পরীক্ষার আয়োজন হলে, ছাত্র- ছাত্রীদের ভবিষ্যতের বড় পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে ভয় অনেকটা কাটবে। এছাড়াও, আর এক ছাত্রী বলেন, এই পরীক্ষার ফলাফলটা বড় কথা নয়,এখানে ছাত্র- ছাত্রীদের পরীক্ষায় যোগদান করাটাই সব থেকে বড় কথা। আর এখানকার অভিজ্ঞতা আগামী দিনে তাঁদের সাহস অন্য পরীক্ষাগুলিতে সাহস যোগাবে  ।
@NONSTOPEXPRESSTV 
#bengalinews #newstoday #nonstopexpresstv #specialnews #news #kanksanews #kanksaexamnews25                
                
Повторяем попытку...
 
                Доступные форматы для скачивания:
Скачать видео
- 
                                Информация по загрузке: