পৃথিবীর সবচেয়ে বড় হীরার সন্ধান পাওয়া গেছে কানাডায়।
Автор: I Love Islam
Загружено: 2018-01-23
Просмотров: 45
Описание:
পৃথিবীর সবচেয়ে বড় হীরার সন্ধান পাওয়া গেছে কানাডায়
গত জুনে দীপক শেঠ নামের এক বিনিয়োগকারী নিলামে এই হিরাটি কিনে নেন। এরপরই এই হীরা প্রদর্শনীর জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী বৃহস্পতিবার স্মিথসোনিয়ানস ন্যাশনাল মিউজিয়াম এই হীরা আরেকটি বিশ্বখ্যাত হীরা হোপ ডায়মণ্ডের সঙ্গে প্রদর্শিত হবে।
হীরাটির প্রদর্শনীর বিষয়ে আয়োজকরা বলেন, গত এক বছরেই উত্তর আমেরিকায় পাওয়া পৃথিবীর সবচাইতে বড় ‘আনকাট’ হীরা হিসেবে এর সুখ্যাতি ছড়িয়ে গেছে। এবার সেই হীরাটিই প্রথমবারের মতো মানুষের প্রদর্শনীর জন্য নিয়ে আসছি আমরা।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: