Pache Loke Kisu Bole. Poem recitation. Umme Sameen. Kamini Roy. Motivational Poem. JSC Bangla Kabita
Автор: Like Sameen
Загружено: 2025-09-28
Просмотров: 32
Описание:
Pache Loke Kisu Bole. Poem recitation. Umme Sameen. Kamini Roy. Motivational Poem. JSC Bangla Kabita
Motivational Poem
JSC Bangla Kobita
কামিনী রায় একজন প্রথিতযশা বাঙালি কবি, সমাজকর্মী এবং নারীবাদী লেখিকা। তিনি তৎকালীন ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতক ডিগ্রীধারী ব্যক্তিত্ব। তিনি একসময় "জনৈক বঙ্গমহিলা" ছদ্মনামে লিখতেন।
কামিনী রায়ের জন্ম পূর্ববঙ্গের বাকেরগঞ্জের বাসণ্ডা গ্রামে ১৮৬৪ সালে ১২ অক্টোবর বাকেরগঞ্জ, বরিশাল, ব্রিটিশ ভারত (অধুনা বাংলাদেশের ঝালকাঠি জেলার অংশ) তার পিতা চণ্ডীচরণ সেন একজন ব্রাহ্মধর্মাবলম্বী, বিচারক ও ঐতিহাসিক লেখক ছিলেন। ১৮৭০ খ্রীস্টাব্দে চণ্ডীচরণ ব্রাহ্মধর্মে দীক্ষা লাভ করেন। পরের বছর তার স্ত্রী-কন্যাও কলকাতায় তার কাছে ব্রাহ্মধর্মে দীক্ষিত হন। তিনি ব্রাহ্ম সমাজের বিশিষ্ট নেতা ছিলেন। তার ভগিনী যামিনী সেন লেডি ডাক্তার হিসাবে খ্যাতিলাভ করেছিলেন। ১৮৯৪ খ্রীস্টাব্দে কামিনীর সাথে স্টাটুটারি সিভিলিয়ান কেদারনাথ রায়ের বিয়ে হয়।
মাত্র ৮ বছর বয়স থেকে তিনি কবিতা লিখতেন। রচিত কবিতাগুলোতে জীবনের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা, আনন্দ-বেদনার সহজ-সরল ও সাবলীল প্রকাশ ঘটেছে।পনেরো বছর বয়সে তার প্রথম কাব্য গ্রন্থ 'আলো ও ছায়া' প্রকাশিত হয় ১৮৮৯ খ্রীস্টাব্দে। এ গ্রন্থটির ভূমিকা লিখেছিলেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রথমে এতে গ্রন্থকর্ত্রী হিসেবে কামিনী রায়ের নাম প্রকাশিত হয় নাই। গ্রন্থটি প্রকাশিত হলে তার কবিখ্যাতি ছড়িয়ে পড়ে।
জীবনের শেষ ভাগে তিনি হাজারীবাগে বাস করেছেন ,১৯৩৩ সালের ২৭ সেপ্টেম্বর তার জীবনাবসান ঘটে।
#কামিনী_রায়_কবিতা #পাছে_লোকে_কিছু_বলে #অষ্টম_শ্রেণী_বাংলা_কবিতা
#আবৃত্তি #কবিতা_আবৃত্তি #কবিতা #বাংলা_কবিতা #বাংলা_কবিতা_আবৃত্তি
কবিতা : পাছে লোকে কিছু বলে
কবি কামিনী রায়
আবৃত্তি: উম্মে সামীন
করিতে পারি না কাজ
সদা ভয় সদা লাজ
সংশয়ে সংকল্প সদা টলে,-
পাছে লোকে কিছু বলে।
আড়ালে আড়ালে থাকি
নীরবে আপনা ঢাকি,
সম্মুখে চরণ নাহি চলে
পাছে লোকে কিছু বলে।
হৃদয়ে বুদবুদ মত
উঠে শুভ্র চিন্তা কত,
মিশে যায় হৃদয়ের তলে,
পাছে লোকে কিছু বলে।
কাঁদে প্রাণ যবে আঁখি
সযতনে শুষ্ক রাখি;-
নির্মল নয়নের জলে,
পাছে লোকে কিছু বলে।
একটি স্নেহের কথা
প্রশমিতে পারে ব্যথা,-
চলে যাই উপেক্ষার ছলে,
পাছে লোকে কিছু বলে।
মহৎ উদ্দেশ্যে যবে,
এক সাথে মিলে সবে,
পারি না মিলিতে সেই দলে,
পাছে লোকে কিছু বলে।
বিধাতা দিয়েছেন প্রাণ
থাকি সদা ম্রিয়মাণ;
শক্তি মরে ভীতির কবলে,
পাছে লোকে কিছু বলে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: