তিশা-তৌসিফের বিচ্ছেদের গল্প ‘ফ্যামিলি’ । Tisha । Tawsif । Bijoy TV
Автор: BIJOY TV
Загружено: 2024-03-12
Просмотров: 6498
Описание:
#Tisha #Tawsif #তিশা #তৌসিফ
দুই মেরুর দুজন মানুষ কিংবা দুটো বিচ্ছেদের গল্প এক মোহনায় মিশে যাওয়ার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে পারিবারিক নাটক ‘ফ্যামিলি’। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় তারকা জুটি তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। যোবায়েদ আহসানের চিত্রনাট্যে বিশেষ নাটকটি নির্মাণ করেছেন ইমরোজ শাওন।
ফ্যামিলি নিয়ে নির্মাতা জানান, এতে তৌসিফ আর তিশা দুজনই সংসার জীবনে ডিভোর্সি। তৌসিফ তার ছেলেকে নিয়ে এবং তিশা তার মেয়েকে নিয়ে একই বিল্ডিংয়ে আলাদা থাকেন। দুজনের মধ্যে নেইকোন জানাশোনা।
একটা সময় তৌসিফ-তিশার মাঝে জানাশোনাটা হয়ে ওঠে নানা ঘটনার মধ্য দিয়ে। যা গড়াতে থাকে অনেক গভীরে। তাদের মধ্যে ঘটে যাওয়া নানা ঘটনার গল্প নিয়ে নির্মিত হয়েছে ফ্যামিলি নাটকটি।
এ সম্পর্কে তৌসিফ মাহবুব বলেন, ‘গল্পটা দারুণ। পারিবারিক সংকট ও ভাঙাগড়ার গল্প দিয়ে সাজানো হয়েছে নাটকটি। আমার বিশ্বাস এটি দর্শকদের ভালো লাগবে।’
নাটকটি নিয়ে তানজিন তিশা জানান, সুন্দর ভালোবাসার গল্পের সহজ নাটক এটা। দর্শকের নাটকটি ভালো লাগবে বলে আশাবাদী এ অভিনেত্রী।
পারিবারিক ও প্রেমের অসাধারণ গল্পে সাজানো এই নাটকের নাম ‘ফ্যামিলি’। নাটকটি শিগগিরই উন্মুক্ত হবে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে। এমনটি জানিয়েছেন প্রযোজক এস কে সাহেদ আলী।
বর্তমানে ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তৌসিফ। ঈদে নির্মাতা আশিকুর রহমান, জাহিদ প্রীতম, জাকারিয়া সৌখিন, মাসরিকুল আলমের পরিচালনায় বিভিন্ন নাটকে দেখা যাবে এ অভিনেতাকে।
অন্যদিকে, নির্মাতা সঞ্জয় সমদ্দারের ‘পয়জন’ সিনেমায় দেখা যাবে তানজিন তিশাকে। ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে মুক্তি পাবে সিনেমাটি।
copyright © A BIJOY TV Production-2024
সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Youtube: / bijoytvofficial
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: