সবর ও তাওয়াক্কুল – ধৈর্য ও আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা
Автор: Saddam Hosen
Загружено: 2025-07-22
Просмотров: 5
Описание:
কখনো কখনো জীবন এমন কঠিন হয়ে যায়—
যেন মনে হয় আর এগিয়ে যাওয়া যাবে না।
মনের ভেতর কষ্ট জমে যায় পাহাড়ের মতো,
প্রতিটি দুঃখ যেন মনটাকে পুড়িয়ে ফেলে...
কিন্তু ঠিক তখনই একজন মুমিন বলে
– আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। তিনি কতই না চমৎকার রক্ষাকর্তা।
সবর মানে দাঁড়িয়ে থাকা, যখন চারপাশ কাঁপছে।
তাওয়াক্কুল মানে বিশ্বাস রাখা, যখন কোনো দৃশ্যমান পথ নেই।
তুমি দেখবে—যে ধৈর্য ধরেছে, সে কখনো হারে না।
আর যে আল্লাহর উপর ভরসা করেছে,
তার জন্য এমন পথ খুলে যায়,
যেখানে সে কল্পনাও করতে পারেনি।
আল্লাহ বলেন—
“যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট।” (সূরা তালাক: আয়াত ৩)
“তাই যখন মনে হবে—সবকিছু শেষ,
তখনই আল্লাহ শুরু করেন তার রহমতের অধ্যায়।
আমরা বুঝতে না পারলেও,
আল্লাহ জানেন—এই কষ্টটাই আমাদের জন্য রহমত হয়ে উঠতে পারে।
তুমি শুধু ধৈর্য ধরো, নামাজে কান্না করো,
আর বলো—
‘ইয়া আল্লাহ! আমি জানি না কী ভালো আমার জন্য,
তুমি জানো। তুমি আমাকে পথ দেখাও।’”
যে মানুষ আল্লাহর উপর ভরসা রাখে,
তার জীবন হয় সহজে না—বরং অর্থপূর্ণে ভরপুর।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: