বিজয়ের কবিতা : সাবাস বাংলাদেশ (কবি ও আবৃত্তি-উপকূল) Nice Bangla Poem
Автор: শান্তির জন্য আবৃত্তি _Recitation For Peace
Загружено: 2016-12-01
Просмотров: 31871
Описание:
দেশাত্মবোধক কবিতা : সাবাস বাংলাদেশ (কবি ও আবৃত্তি-উপকূল)
কবি, আবৃত্তিকার এবং সম্পাদনা : উপকূল
সময় : ৩(তিন) মিনিট ১১(এগারো)সেকন্ড
বিঃদ্রঃ- কবিতাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি উৎসর্গীকৃত
-- সাবাস বাংলাদেশ
-- উপকূল
আজীবন তেজোদ্দীপ্ত প্রেরণা,পূর্বপুরুষ থেকে পেয়েছি।
মানবতা বিরোধী কুকর্মের বিরুদ্ধে, প্রতিবাদী হয়েছি।
স্বাধীন পতাকার মানচিত্রে, ধর্মে-গোত্রে শান্তি রেখেছি।
আপন কৃষ্টি-সংস্কৃতির মাঝে,জীবনের অস্তিত্ব খুঁজেছি।
যুগে যুগে ফিরিঙ্গিদের নির্যাতনে পূর্বপুরুষেরা হতাহত,
তবুও- কালজয়ী কিংবদন্তি প্রত্যয়, সার্বভৌমত্ব গড়বো।
হাজারো ষড়যন্ত্রে আমাদের ইতিহাস কলংকিত হলো,
স্বাধীনতার তেজোদ্দীপ্ত আকাঙ্খায়,মুক্তিযুদ্ধ শুরু হলো।
প্রজন্মের স্মৃতিতে বাংলা এবং বাংলাদেশের ইতিহাস।
পূর্ব দিগন্তের জনপদে রক্তধারা,বধ্যভূমিতে হাহাকার!
অলিখিত কেয়ামতের লীলাখেলা,আর ধর্ষিত অধিকার।
অগ্নিস্ফুলিঙ্গের জাগরণ- "জয় বাংলা, বাংলার জয়"!!
উত্তাল জনসমুদ্রে,অগ্নিমঞ্চে- বিদ্রোহী বিপ্লবী ভাষণ!
আকাশ বাতাস জুড়ে,ইথারকণ্ঠে হটাৎ স্বাধিনতাবার্তা!
একাত্মবোধে স্বাধীন বাংলা বেতারের সর্বত্র অনুপ্রেরণা,
দেশ-প্রবাসে মীরজাফরের অপকর্মের কতই যে নমুনা।
একাত্মকতায় বাংলা- দুঃসহ জীবনচর্চায় আর প্রার্থনায়!
এখন মুক্তির নিঃশ্বাসে- 'নিরাপত্তা মুক্তচিন্তার অধিকার'
উন্নয়নশীল বাংলাদেশ আজ,নবদিগন্তে উদীয়মান সূর্য।
আমাদের রাজনৈতিক চেতনা,আমাদের মুক্ত স্বাধীনতা।
এদেশ তোমাদেরই বাংলাদেশ! তোমাদেরই স্বপ্ন স্বদেশ!
সবকিছু দেখেশুনে চিৎকার করি- 'সাবাস বাংলাদেশ'!!
(বিঃদ্রঃ- কবিতাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি উৎসর্গীকৃত)
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: