Karamjal :The heart of the Sundarbans | করমজল ভ্রমন | সুন্দরবন | Trip to Karamjal | MAD X
Автор: MAD X
Загружено: 2025-11-14
Просмотров: 10
Описание:
“করমজল - সুন্দরবনের প্রাণকেন্দ্র”
রমজল (Karamjal) পর্যটন কেন্দ্রটি সুন্দরবনে পশুর নদীর তীরে অবস্থিত। মোংলা সমুদ্র বন্দর থেকে প্রায় আট কিলোমিটার দূরে ৩০ হেক্টর জমির উপর পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। এটি একটি সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত পর্যটন ও শিক্ষা কেন্দ্র, যেখানে আপনি সুন্দরবনের জীববৈচিত্র্যকে দেখতে পাবেন নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে।যদি একদিনে সুন্দরবন ভ্রমণ স্বাদ নিতে চান তবে করমজল হচ্ছে সবচেয়ে উপযুক্ত জায়গা।
প্রকৃতির শোভা বাড়াতে এখানে রয়েছে কুমির, হরিণ, রেসাস বানর সহ নানা প্রজাতির পশুপাখি। এছাড়াও নির্মিত হয়েছে কাঠের ট্রেইল, টাওয়ার এবং জেলেদের মাছ ধরার কর্মজজ্ঞ হচ্ছে অতিরিক্ত প্রাপ্তি।
করমজল পৌঁছানোর জন্য জলপথ ব্যবহৃত হয়, এবং এটি সুন্দরবন ভ্রমণের অন্যতম সহজ প্রবেশদ্বার হিসেবে বিবেচিত।মোংলা থেকে ইঞ্জিন চালিত নৌকায় করমজল পর্যটন কেন্দ্রে পৌঁছাতে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগে।
প্রতিদিন শত শত পর্যটক আসে করমজলে, যারা সুন্দরবনের স্বাদ পেতে চায় খুব সহজেই। এখানে রয়েছে রেস্ট হাউস, তথ্যকেন্দ্র, আর রয়েছে প্রশিক্ষিত গাইড যারা আপনাকে জানাবে সুন্দরবনের ইতিহাস, জীববৈচিত্র্য ও পরিবেশের গুরুত্ব।
করমজলের অন্যতম বিশেষ আকর্ষণ হচ্ছে প্রায় এক কিলোমিটার দীর্ঘ উঁচু কাঠের ওয়াকওয়ে, যা পর্যটকদের জন্য নিরাপদ ও প্রাকৃতিক পরিবেশে হাঁটার অভিজ্ঞতা প্রদান করে। এই পথ দিয়ে হাঁটতে হাঁটতে পর্যটকরা বনভূমির গভীরে না গিয়েও বনের ভেতরের প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্য উপভোগ করতে পারেন।
ঢাকা থেকে ট্রেনে বা বাসে খুলনা পৌঁছে সেখান থেকে মোংলা। নৌকা বা স্পিডবোট ভাড়া করে আপনি সহজেই যেতে পারেন।যদি নিজেস্ব পরিবাহন বা রিজার্ব গাড়ী নিয়ে আসেন তাহলে সরাসরী খুলনা/মোংলা পৌছে যেতে পারবেন।আর যারা নিজেস্ব পরিবাহন ছাড়া আসবেন তারা রাজধানীর কল্যানপুর,শ্যামলী,গাবতলী,কলাবাগান,মালিবাগ,আব্দুলাপুর থেকে সরাসরি স্লিপার কোচ, এসি, নন এসি বাস খুলনা আসে এবং গুলিস্থান বা যাত্রাবাড়ী থেকে মাওয়া ফেরী পার হয়ে গোপালগঞ্জ-কাটাখালী-মোংলা কিছু পরিবাহন সরাসরি আসে।সেখান থেকে আপনাকে ট্রলার যোগে টুরিজম কেন্দ্র পৌছাতে হবে।এছাড়া মোরেলগঞ্জ, শরণখোলা এবং খুলনার রূপসা থেকেও করমজল পর্যটন কেন্দ্রে যাওয়া যায়।
বিমান পথে রাজধানী ঢাকা থেকে যশোর তারপর সেখান থেকে রিজার্ব কার,মাইক্রো অথবা এয়ারলাইন্স এর বাস যোগে খুলনা তারপর রিজার্ব কার,মাইক্রো অথবা লোকাল বাস যোগে মোংলা।প্রতি দিন কয়েকটি বিমান সংস্থা ঢাকা-যশোর ফ্লাইট পরিচালনা করছে।
যদি সুন্দরবনে রাত কাটাতে চান তবে ট্যুরিস্ট ভেসেলে রাত কাটাতে পারবেন। এছাড়া হিরণপয়েন্টের নীলকমল, টাইগার পয়েন্টের কচিখালী এবং কাটকায় বন বিভাগের রেস্ট হাউজে রাত্রিযাপন করতে পারবেন। বর্তমানে ছোট-বড় শতাধিক ট্যুর অপারেটর প্রতিষ্ঠান সুন্দরবনে পর্যটন ব্যবসায় নিয়োজিত। যেকোনো ভাল ট্যুর কোম্পানির সাথে চুক্তি করে সুন্দরবনে যাওয়া যায়। সুন্দরবনে যাওয়ার পর ট্যুর কোম্পানির লোকদের সহায়তায় যেতে পারবেন করমজলে।
বন রক্ষী ব্যতিত জঙ্গলের ভেতরে প্রবেশ করবেন না।কুমির ও হরিণ প্রজনন কেন্দ্রে কোন প্রাণীকে খাবার খাওয়াবেন না।পশুর নদী প্রায় সর্বদাই কম বেশি উত্তাল থাকে তাই ভালো ইঞ্জিন চালিত নৌকা নিয়ে ভ্রমণ করুন।আপনার নৌযানে পর্যাপ্ত পরিমান লাইফ জ্যাকেট রয়েছে কিনা নিশ্চিত হয়ে নিন।
করমজল হচ্ছে সেই স্থান, যেখানে আপনি আধুনিক জীবনের কোলাহল থেকে কিছুটা দূরে গিয়ে প্রকৃতির একান্ত সান্নিধ্যে থাকতে পারেন। এটি সুন্দরবনের অনন্য সৌন্দর্য ও বৈচিত্র্যকে স্বল্পসময়ে এবং নিরাপদভাবে অনুভব করার একটি অসাধারণ সুযোগ এনে দেয়। গবেষক, পরিবেশপ্রেমী, কিংবা শুধুই প্রাকৃতিক সৌন্দর্য অনুসন্ধানী সবাইকে একবার হলেও করমজল ঘুরে আসার আহ্বান জানানো যায়।
করমজল শুধু একটি স্থান নয়, এটি একটি বার্তা — আমাদের প্রকৃতিকে ভালোবাসুন, রক্ষা করুন। কারণ প্রকৃতি বাঁচলে, আমরাও বাঁচবো।
In the south-western corner of Bangladesh lies a mysterious green kingdom – the Sundarbans. It is the largest mangrove forest in the world. One of the best gateways to explore this forest up close is the Karamjal Tourist Center.
Located on the banks of the Pashur River, the Karamjal (or R.Karamjal) tourist center is about 8 kilometers from the Mongla seaport, spread across 30 hectares of land. It is a government-managed tourism and education center where you can witness the biodiversity of the Sundarbans in a safe and organized environment. If you're looking to get a taste of the Sundarbans in just one day, Karamjal is the perfect place to start.
Hundreds of tourists visit Karamjal daily, seeking an easy taste of the Sundarbans. Facilities include rest houses, an information center, and trained guides who provide insights into the forest’s history, biodiversity, and ecological importance.
One of Karamjal’s main attractions is a 1-kilometer-long elevated wooden walkway, offering visitors a safe and immersive walking experience through a natural environment. This path allows you to enjoy the forest’s inner beauty and wildlife without venturing deep into the jungle.
We visited Karamjal via a launch (boat) from Khulna as part of a 3-day, 2-night tour package, which cost BDT 10,000 per person, including food and accommodation.
😀 Follow Us Socially
🌐 Facebook page: / 7madx
🌐 Twitter : / madx95121198
🌐 Instagram : www.instagram.cm/7madxbd
ANTI-PIRACY WARNING:
This content is Copyright to MadX. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented
© All Rights Reserved by MadX
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: