শান্তির মুখোশে নারীঘৃণা! বৌদ্ধ ধর্মে নারীর অপমান! || সব নারী চরিত্রহীন? ||
Автор: Thoughts of dip
Загружено: 2025-06-19
Просмотров: 304
Описание:
শান্তির মুখোশে নারীঘৃণা! বৌদ্ধ ধর্মে নারীর অপমান! || সব নারী চরিত্রহীন? ||
👉 আজকের এই লাইভে আমরা তুলে ধরব সেই চাঞ্চল্যকর সত্য, যা বহুদিন ধরে চাপা ছিল।
কুনালজাতক — বৌদ্ধ ধর্মগ্রন্থের এক গুরুত্বপূর্ণ অংশ — তাতে এক নারীর চরিত্রকে যেভাবে বর্ণনা করা হয়েছে, তা কি একজন মা, বোন, কন্যার প্রতি সম্মান দেখায়?
🔍 বৌদ্ধ ধর্মকে যেভাবে শান্তি ও মানবতাবাদের প্রতীক হিসেবে তুলে ধরা হয়, সেই ধর্মগ্রন্থে যদি নারীদের নিয়ে এমন ঘৃণাভরা ভাষা থাকে, তাহলে প্রশ্ন ওঠে — আসলেই কি এই ধর্ম নারীকে সম্মান করে?
🎯 বিশেষ করে তারা, যারা হিন্দু ধর্মকে বারবার আক্রমণ করেন এবং বলেন হিন্দুধর্মে নাকি নারীদের গালাগালি করা হয় — তাদের উদ্দেশ্যে আমাদের এই তথ্যভিত্তিক ভিডিও।
👉 তারা যেন জানেন, অন্য ধর্মগ্রন্থে কী লেখা আছে, এবং তারা যেন আত্মসমালোচনার সাহস রাখেন।
⚖ আমরা কোনো ধর্ম বা সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত দিতে চাই না।
এই ভিডিও শুধুমাত্র সেই তথ্য ও গ্রন্থের ভিত্তিতে সত্য তুলে ধরতে বানানো হয়েছে — যাতে মানুষ সচেতন হয় এবং মিথ্যাচার রোধ হয়।
🙏 যারা প্রকৃত বন্ধু, তারা সত্য মেনে নিতে জানেন।
⛔ আমরা কারো ব্যক্তিগত বিশ্বাসকে অপমান করছি না — বরং গ্রন্থে যা আছে, সেটাই দেখাচ্ছি।
📢 লাইভে যুক্ত হোন, মতামত দিন, শেয়ার করুন।
#SanatanTruth #BuddhistScripture #WomenRespect #ExposeHypocrisy #KunalJataka #BoudhDhormeNariNinda #HinduAwakening #SanatanDharma #DharmikSachetanata #IndianCulture #BharatKiStreeShakti #AntiHinduAgenda #SanatanKiJai
_________________________________________________
contact us :- [email protected]
Instagram :- / thoughts_of__dip
Facebook :- / profile.php
YouTube :- / @thoughtsofdip1
_________________________________________________
⚖️ আইনি ডিসক্লেমার ও চ্যানেলের দৃষ্টিকোণ ⚖️
‣ এই ভিডিওটি সম্পূর্ণরূপে শিক্ষামূলক এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তৈরি। ভারতীয় সংবিধানের ধারা 51a (h) অনুযায়ী, প্রতিটি নাগরিকের দায়িত্ব হলো বৈজ্ঞানিক মনোভাব, মানবতাবোধ এবং যুক্তিসম্মত চিন্তার প্রসার ঘটানো। আমাদের লক্ষ্য বৈজ্ঞানিক ও যুক্তিবাদী মানসিকতা প্রচার করা এবং ইতিহাস ও সত্যকে বিকৃতকরণের মাধ্যমে যারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে নিজেদের অসৎ উদ্দেশ্যে সফল করার কাজ করছে তাদের তথ্যসহ যথাযথ জবাব দেওয়া ।
‣ আমরা সংবিধানের ধারা 19(1)(a) অনুযায়ী freedom of speech -এর অধিকার ব্যবহার করছি। তবে এই ভিডিওতে কোনো সম্প্রদায়, ধর্ম, বা ব্যক্তির অনুভূতিতে ইচ্ছাকৃতভাবে আঘাত করার উদ্দেশ্য নেই।
‣ আমরা সম্পূর্ণরূপে IPC 295a, IPC 153a, এবং IPC 504-এর শর্তাবলী মেনে চলি এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের বক্তব্য শুধুমাত্র যুক্তি এবং প্রমাণভিত্তিক তথ্যের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের মিথ্যাচারের দিকগুলো তুলে ধরতে চেষ্টা করে।
ভারতীয় সংবিধানের 25 ধারায় বিবেকের স্বাধীনতা এবং যে কোনও ধর্মের প্রচার, অনুশীলন এবং প্রচারের অধিকারের নিশ্চয়তা দেয়।
দয়া করে এই ভিডিওটিকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে গ্রহণ করুন এবং আমাদের সমাজে যুক্তি ও বিজ্ঞানভিত্তিক চিন্তা-চেতনার প্রসারে এবং মিথ্যাচারীদের উদ্দেশ্যেকে বিফল করতে সহযোগিতা করুন।
🎙️ New to streaming or looking to level up? Check out StreamYard and get ₹740 discount! 😍 https://streamyard.com/pal/d/51726313...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: