পশুর হাট। ঢাকার গবাদি পশুর হাট। বিশাল গরু-ছাগলের হাট। গাবতলীর হাট। মোঃ সাজেদুল ইসলাম সাজু
Автор: Sohojogita Television
Загружено: 2022-06-29
Просмотров: 100
Описание:
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও বসবে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে গবাদি পশুর অস্থায়ী হাট। ঈদের প্রায় পাঁচদিন আগ থেকে গাবতলী এবং সারুলিয়া গবাদি পশুর স্থায়ী হাট ছাড়াও রাজধানী ঢাকার ১৭টি স্থানে বসবে এই অস্থায়ী পশুর হাট। কোন প্রকার দালাল ছাড়া সারা দেশ থেকে আসা কিংবা ঢাকার পার্শ্ববর্তী এলাকার খামার মালিক, বেপারী কিংবা গিরি বা প্রান্তিক কৃষকরা তাদের লালনকৃত গরু-মহিষ, ছাগল-ভেঁড়া প্রভৃতি সরাসরি এই অস্থায়ী হাটগুলোতে বিক্রয় করতে পারবেন। ফলে মধ্যস্বত্ত্বা ভোগকারী না থাকায় ক্রেতারা নায্যমূলে বা কম দামে এই সব অস্থায়ী পশুর হাট থেকে ঝামেলা ছাড়াই কোরবানীর জন্য পছন্দসই পশু ক্রয় করতে পারবেন।
এবার জেনে নেয়া যাক, রাজধানী ঢাকার কোথায় কোথায় গবাদিপশুর হাট বসবে এবং কোন এলাকার লোকজন কোথা থেকে নায্যমূলে বা কম দামে পশু ক্রয় করতে পারবেন।
১. গাবতলী পশুর হাটঃ বাংলাদেশের সবচেয়ে পরিচিত একটি পশুর হাট হচ্ছে গাবতলী পশুর হাট। ঈদুল আযহা ছাড়াও সর্বদাই এই হাটে গরু-মহিষ, ছাগল-ভেঁড়া, এমনকি বিদেশ থেকে আমদানীকৃত উট-দুম্বা প্রভৃতি ক্রয়-বিক্রয় করা হয়। কোরবানীর সময় এই হাটে কিং সাইজের গরু বিক্রয় করতে দেখা যায়। মিরপুর, শ্যামলী, কল্যানপুর আগারগাঁও এলাকার লোকজন সহজেই এই হাট থেকে পছন্দসই কোরবানীর পশু ক্রয় করতে পারবেন।
২. উত্তরা ১৭ নম্বর সেক্টর পশুর হাটঃ আব্দুল্লাহপুর, উত্তরা-আজমপুর বা তার পার্শবর্তী এলাকার লোকজনের সুবিধার্থে উত্তরা ১৭ নম্বর সেক্টর এলাকায় অবস্থিত বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গায় ঈদুর আযহা উপলক্ষে অস্থায়ী হাট বসবে। খামার মালিক, গিরি অথবা বেপারীরা সেখানকার ইজারাদার কিংবা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সরাসরি পশু বিক্রয় করতে পারবেন।
৩. ভাটারা (সাইদনগর) পশুর হাটঃ গুলশাল, বনানী ও তার পার্শবর্তী এলাকার লোকজন ভাটারা সাইদনগর অস্থায়ী পশুরহাট থেকে ঈদুর আযহার কয়েকদিন আগ থেকে অনায়াসে পছন্দমত কোরবানীর জন্য পশু ক্রয় করতে পারবেন।
৪. কাওলা শিয়াল ডাঙ্গা পশুর হাটঃ ঢাকা এয়ারপোর্ট এলাকার লোকজন কাওলা শিয়াল ডাঙ্গা সংলগ্ন খালি জায়গায় অস্থায়ী পশুর হাট থেকে কোরবানীর জন্য পছন্দসই পশু ক্রয় করতে পারবেন।
৫. বাড্ডা ইস্টার্ন হাউজিং পশুর হাটঃ বাড্ডা ইস্টার্ন হাউজিং ব্লক ই থেকে এইচ পর্যন্ত এলাকার খালি জায়গায় এবারও বসবে অস্থায়ী পশুর হাট। সেখান থেকে নতুন বাজার, বাড্ডা বা তৎসংলগ্ন এলাকার লোকজন সরাসরি কোরবানীর জন্য পশু ক্রয় করতে পারবেন।
৬. মোহাম্মদপুর বছিলা পশুর হাটঃ মোহাম্মাদপুর ও আটিবাজার এলাকার লোকজন সরাসরি মোহাম্মদপুর বছিলায় ৪০ ফুট রাস্তাসংলগ্ন খালি জায়গায় বসা অস্থায়ী হাট থেকে পশু ক্রয় করতে পারবেন।
৭. মিরপুর ৬ নাম্বার সেকশন পশুর হাটঃ মিরপুর, ভাষানটেক কাফরুল এলাকার লোকজন মিরপুর সেকশন ৬ ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গায় বসা অসস্থায়ী পশুর হাট থেকে কোরবানির জন্য পশু ক্রয় করতে পারবেন।
৮. ৩০০ ফিট সড়ক পশুর হাটঃ এবারও ৩০০ ফিট সড়ক সংলগ্ন উত্তর পাশের সালাম স্টিল থেকে যমুনা হাউজিং কোম্পানির খালি জায়গা ও এর পাশে ব্যক্তিগত মালিকানাধীন খালি জায়গায় বসবে কোরবানীর জন্য পশুর হাট। বসুন্ধারা আবাশিক এলাকার লোকজন এখান থেকে পছন্দসই পশু ক্রয় করতে পারবেন।
৯. সারুলিয়া স্থায়ী হাটঃ দক্ষিণ বঙ্গ থেকে আসা প্রায় সকল ধরনের গবাদি পশু ডেমরার এই সারুলিয়া স্থায়ী হাটে বিক্রি করা হয়। ডেমরা, রুপসি এলাকার লোকজন সেখান থেকে কোরবানির জন্য পশু ক্রয় করতে পারবেন।
১০. উত্তর শাহজাহানপুর পশুর হাটঃ অন্যান্য বারের মতই এবারও বসবে উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার মৈত্রী সংঘের ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গায় পশুর হাট। খিলগাঁও, তালতলা সবুজবাগ এলাকার লোকজন এই পশুর হাট থেকে কোরবানীর জন্য পশু ক্রয় করতে পারবেন।
১১. হাজারীবাগ পশুর হাটঃ হাজারীবাগ এলাকায় ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি মাঠ সংলগ্ন উন্মুক্ত এলাকায় এবারও বসবে অস্থায়ী পশুর হাট। হাজারীবাগ ও ধানমন্ডি এলাকার লোকজন সরাসরি এই পশুর হাট থেকে কোরবানীর জন্য পছন্দসই পশু কিনতে পারবেন।
১২. পোস্তগোলা অস্থায়ী পশুর হাটঃ পোস্তগোলা শ্মশান ঘাট সংলগ্ন আশপাশের খালি জায়গা জুড়ে অন্যান্য বছরের ন্যায় এবারও বসবে জাকজমাটপুর্ণ পশুর হাট। সদরঘাট ও পোস্তগোলা এলার জনসাধারন এই হাট থেকে কোরবানীর জন্য পশু ক্রয় করতে পারবেন।
১৩. মেরাদিয়া পশুর হাটঃ মেরাদিয়া বাজার সংলগ্ন আশপাশের খালি জায়গায় বসবে বিরাট গবাদিপশুর হাট। রামপুরা, বনশ্রী ও মেরাদিয়া সংলগ্ন এলাকার লোকজন এই হাট থেকে কোরবানীর জন্য পশু ক্রয় করতে পারবেন।
১৪. কমলাপুর অস্থায়ী পশুরহাটঃ লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গাসহ কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গায় এবারও বসবে ঈদুল আযহা উপলক্ষে কোরবানীর জন্য পশুর হাট। মতিঝিল এবং তার পার্শবর্তি এলাকার লোকজন এই হাট থেকে সরাসরি পশু ক্রয় করতে পারবেন।
১৫. দনিয়া পশুর হাটঃ যাত্রাবাড়ি, মাতুয়াইল কিংবা তার আশপাশের এলাকার লোকজনের সুবিধার জন্য দনিয়া কলেজ মাঠ সংলগ্ন খালি জায়গায় বসবে অস্থায়ী পশুর হাট।
১৬. ধোলাইখাল অস্থায়ী পশুর হাটঃ সুত্রপুর ওয়ারী এবং ধোলাইখাল এলাকার জনসাধারনের জন্য ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত জায়গায় পশুর হাট বসবে।
১৭. আমুলিয়া পশুর হাটঃ আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গায় এবারও বসবে কোরবানীর জন্য পশুর হাট। ডেমরা ও স্টাফ কোয়াটার এলাকার লোকজন সেখান থেকে সরাসরি গবাদি পশূ ক্রয় করতে পারবেন।
১৮. লালবাগ পশুর হাটঃ লালবাগের রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গায় বসবে অস্থায়ী পশুর হাট । আজিমপুর ও চকবাজার এলাকার লোকজন সেখান থেকে সরাসরি গবাদি পশূ ক্রয় করতে পারবেন।
১৯.শ্যামপুর-কদমতলী পশুর হাটঃ শ্যামপুর-কদমতলী ট্রাক স্ট্যান্ড–সংলগ্ন খালি জায়গা এবারও বসবে পশুর হাট । কেরানীগঞ্জ, শ্যামপুর ও কদমতলী এলাকার লোকজন সেখান থেকে সরাসরি গবাদি পশূ ক্রয় করতে পারবেন।
#Sohojogita_Television
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: