গত ১৬ বৎসর ভারত বাংলাদেশের মধ্যে দিয়ে অবৈধ ভাবে সেভেন সিষ্টারে ট্রানজিট সংযোগ নিয়েছিল।
Автор: Nargis Sumona
Загружено: 2025-06-07
Просмотров: 9
Описание: গত ষোলো বৎসর ভারত খুনী, স্বৈরাচার শেখ হাসিনার রেজিমে বাংলাদেশের মধ্যে দিয়ে অবৈধ ভাবে সেভেন সিষ্টারে ট্রানজিট সংযোগ নিয়েছিল। যা প্রফেসর ইউনূসের সরকার আসার পর অবৈধ সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। এখন কথা হল দুই পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এক পাকিস্তান থাকতে থাকতে ভারতের সেভেন সিষ্টারে যাতায়াতে কোন সমস্যা হয় নাই। এখন সমস্যা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দূর্বল বাংলাদেশটাকে দখল করতে ভারতের খুব ইচ্ছা করতেছে। মূল ভারত থেকে সেভেন সিষ্টারে যাতায়াত স্বাভাবিক করতে হলে ভারতকে এখন কি করতে হবে? উত্তর সোজা। উত্তর পূর্ব অঞ্চলের সাথে ভাঙ্গা সংযোগ জোড়া দিতে হলে বাংলাদেশ রাষ্ট্রটাকেই ভেঙ্গে দিতে হবে, দখল করতে হবে, বাংলাদেশকে নিয়ে অখন্ড ভারত করতে হবে। অথবা বাংলাদেশে এমন একটা সরকার থাকবে, ভারত যা যা বলবে সেটাই জি হুজুর বলে বাংলাদেশ মেনে নিবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: