মাদুরোর মত দুর্ভাগা নন শেখ হাসিনা কারণ ভারত পাশে আছে
Автор: CALCUTTA DIALOGUES
Загружено: 2026-01-05
Просмотров: 19631
Описание:
১. ভৌগোলিক ও কৌশলগত অবস্থান
মাদুরো ল্যাটিন আমেরিকায় অনেকটা বিচ্ছিন্ন এবং তার প্রধান মিত্ররা (রাশিয়া বা চীন) ভৌগোলিকভাবে অনেক দূরে। অন্যদিকে, বাংলাদেশ ভারতের তিন দিক দিয়ে পরিবেষ্টিত। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর (সেভেন সিস্টার্স) নিরাপত্তা এবং কানেক্টিভিটির জন্য বাংলাদেশের স্থিতিশীলতা ভারতের কাছে একটি 'অস্তিত্ব রক্ষার' বিষয়।
২. দিল্লির নিরবচ্ছিন্ন সমর্থন
২০১৪, ২০১৮ এবং ২০২৪—তিনটি নির্বাচনেই পশ্চিমা দেশগুলো (বিশেষ করে যুক্তরাষ্ট্র) যখন গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছে, ভারত তখন শেখ হাসিনার সরকারের পাশে দাঁড়িয়েছে। ভারতের যুক্তি ছিল—হাসিনা সরকার না থাকলে এই অঞ্চলে উগ্রবাদ বাড়তে পারে, যা ভারতের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এই কূটনৈতিক কবচ (Diplomatic Shield) মাদুরোর কাছে নেই।
৩. আঞ্চলিক প্রভাব বনাম বৈশ্বিক চাপ
যুক্তরাষ্ট্র মাদুরোর ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিলেও ভারতের কারণে বাংলাদেশের ক্ষেত্রে তারা অনেক সময় কিছুটা নমনীয় অবস্থান নিতে বাধ্য হয়। দক্ষিণ এশিয়ায় ভারতের গুরুত্বকে উপেক্ষা করে ওয়াশিংটন এমন কোনো পদক্ষেপ নিতে চায় না যা ঢাকাকে পুরোপুরি বেইজিং বা মস্কোর দিকে ঠেলে দেয়।
৪. অর্থনৈতিক নির্ভরশীলতা
ভারত ও বাংলাদেশের অর্থনীতি বর্তমানে একে অপরের পরিপূরক। বিদ্যুৎ আদান-প্রদান থেকে শুরু করে ট্রানজিট সুবিধা—এই পারস্পরিক স্বার্থের কারণেই ভারত চাইবে না বাংলাদেশে এমন কোনো অস্থিরতা তৈরি হোক যা শেখ হাসিনার অবস্থানকে নড়বড়ে করে দেয়।
তবে একটি বিষয় লক্ষণীয়: রাজনীতিতে কোনো সমর্থনই চিরস্থায়ী নয়। বিশ্লেষকরা মনে করেন, ভারত ততক্ষণই পাশে থাকে যতক্ষণ পর্যন্ত তার নিজস্ব জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকে। মাদুরোর বিপরীতে হাসিনার বড় শক্তি হলো তিনি ভারতের "প্রতিবেশী প্রথম" (Neighbor First) নীতির সবচেয়ে সফল অংশীদার হতে পেরেছেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: