বিধর্মী কারা || মুফতি মাহমুদুল হাসান গুনবী || New bangla waz || নতুন বাংলা ওয়াজ
Автор: Golden Madina
Загружено: 2020-02-27
Просмотров: 877
Описание:
“হে মুমিনরা! তোমরা ইহুদি ও খ্রিস্টান দেরকে মিত্র হিসেবে গ্রহণ করো না। তারা একে অপরের মিত্র। তোমাদের মধ্যে যে তাদেরকে মিত্র বানাবে, সে তাদেরই অন্তর্ভুক্ত। নিশ্চয়ই আল্লাহ জালেম সম্প্রদায়কে পথ দেখান না।” (৫:৫১)
কোরআন অবশ্যই সব ইহুদি খ্রিস্টানদের কথা বলছে না। কেননা, সৎকর্মশীল ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে কোরআন খুব পজিটিভ, বহু আয়াত এই দাবিকে সমর্থন করে। উপরিউক্ত আয়াতে কোরআন এমন একদল ইহুদি ও এমন একদল খ্রিস্টানদের কথা বলছে যারা একসময় নিজেদের মাঝে একটি ইহুদি খ্রিস্টান জোট (Judeo-Christian alliance) তৈরি করবে। কোরআন মুমিনদের সতর্ক করছে যে যখন এই ইহুদি খ্রিস্টানের জোটবদ্ধ মিত্রবাহিনী দেখতে পাও, তখন ভুলেও তাদের দলে যোগ দিও না। দিলে তুমি তাদেরই দলে অন্তর্ভুক্ত হবে, তুমি আর ইসলামের সীমানার মধ্যে নেই।
মানব ইতিহাসে ইহুদি খ্রিস্টানের জোট কখনই দেখা যায় নি। তারা পাশাপাশি বসবাস করেছে কিন্তু জোটবদ্ধ হয় নি। NATO বা North Atlantic Treaty Organization হল আটলান্টিক মহাসাগর সংলগ্ন অর্থাৎ উত্তর আমেরিকা ও পশ্চিম ইউরোপের ২৯ টি দেশকে নিয়ে গঠিত একটি সামরিক জোট। তুরস্ক ও আলবেনিয়া ছাড়া বাকি সদস্য দেশগুলো হল খ্রিস্টান ধর্মাবলম্বী। এই জোট ইহুদিদের ও ইহুদি রাষ্ট্র ইসরাইলেরও মিত্র। এরা শুরু থেকেই ইসরাইল রাষ্ট্রকে সমর্থন করেছে ও লালন পালন করে আজকের ইসরাইলে পরিণত করেছে। মানব ইতিহাসে এটাই সেই বিস্ময়কর ইহুদি খ্রিস্টান জোট যার মূল এজেন্ডা হল জায়নিজম (Zionism)। কাজেই পবিত্র কোরআন অনুযায়ী মুসলমানদের জন্য ১০০% নিষিদ্ধ ঐ ইহুদি খ্রিস্টান জায়নিস্ট এলায়েন্সে যোগ দেওয়া। যদি কেউ যোগ দেয় তো সে দ্বীন ইসলাম থেকে ছিটকে বেরিয়ে যাবে, সে তাদেরই দলে অন্তর্ভুক্ত হবে।
____________________________________________
ব্যবস্থাপনায়- হাফিজ মাওলানা মোহাম্মদ ফখর উদ্দিন।
Editor. Md Fokhor Uddin.
প্রয়োজনে যোগাযোগ করুন- 01781442249
🌴 Please Subscribe My Channel 🌴
https://bit.ly/2D0hE1w
🌼 Follow Us Socially 🌼
🌐 Facebook ID. https://bit.ly/2udWueK
🌐 Facebook Page: https://bit.ly/39bUWAK
🌐 Facebook Group: https://bit.ly/368TAoA
♦ All Rights Reserved by © Golden Madina.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: