বিল ভোজন ও মিলনমেলার ২০২১
Автор: Protidin TV
Загружено: 2021-01-31
Просмотров: 303
Описание:
নজরেরটিলা গ্রাম। একটি অসাম্প্রদায়িক চেতনা একটি গ্রাম।
এই গ্রামে গত কয়েক বছর ধরে উদযাপিত হয় আসছিল বিলভোজন ও মিলনমেলা। গতবছর হঠাৎ না ফেরার দেশে পাড়ি জমালো।
তার রেখে যাওয়া সেই মহান উদ্যোগ বিলভোজন মিলনমেলার কি থেমে থাকবে। এই মহান উদ্যোগকে ভূলে যেতে চায়না মরহুম আকরামকে ভূলে যেতে নারাজ সহযোদ্ধারা। শোককে শক্তিতে পরিনত করে বিল ভোজন আয়োজনের পুরোদস্তুর প্রস্তুতি নিলেন মরহুমের প্রিয় সহকর্মীরা। এবার মরহুম একরাম হোসাইনের স্মরণে ২৯ জানুয়ারি ২০২১’এর রোজ শুক্রবার নজরেরটিলা গ্রামেই বিল ভোজন এ-র আয়োজন করা হচ্ছে ।
আয়োজকেরা জানান, এদিন, মরহুম আকরাম হোসাইনের স্মরণ সভারও আয়োজন করা হয়েছে। নজরেরটিলা গ্রামের আয়োজকদের সাধুবাদ জানাই। পাশাপাশি নজরেরটিলা গ্রামের সবাইরেই জন্যে থাকুক আনন্দের দিনটি স্মৃতি চারণের একটি ইতিহাস হয়ে থাকবে।
#protidintv #bdnews #news
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: