প্রতিবেদন: কানাইলাল দত্তের জন্মদিন।
Автор: DURGAPADA MASANTA
Загружено: 2025-09-03
Просмотров: 16
Описание:
আজ বিপ্লবী কানাইলাল দত্তের জন্মদিন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবেদন পাঠ করল বিদ্যালয়ে দুই শিক্ষার্থী। সমৃদ্ধি পড়ো(VIII-A) এবং শ্রীময়ী হাজরা(VI-A)।
প্রতিবেদন:-
আজ ৩০ আগস্ট বিপ্লবী শহিদ কানাইলাল দত্তের জন্মদিন। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। কানাইলাল দত্ত ১৮৮৮ সালের এই দিনে হুগলি জেলার চন্দননগরে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই দেশপ্রেমে উদ্বুদ্ধ ছিলেন। সেই সময় বাংলার মাটিতে বিপ্লবী আন্দোলনের জোয়ার উঠেছিল, আর সেদিকেই তাঁর আকর্ষণ বাড়ে। দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য তিনি অরবিন্দ ঘোষের নেতৃত্বাধীন যুগান্তর দলের সঙ্গে যুক্ত হন। অন্যায় ও শোষণের বিরুদ্ধে তিনি ছিলেন অদম্য। আলিপুর ষড়যন্ত্র মামলায় অনেক বিপ্লবী গ্রেফতার হন। তখন বিপ্লবীদের গোপন তথ্য ফাঁস করে দিচ্ছিলেন নারায়ণ গোস্বামী নামক এক বিশ্বাসঘাতক।
দেশমাতার প্রতি অপরিসীম ভালোবাসা নিয়ে কানাইলাল দত্ত সিদ্ধান্ত নেন এই বিশ্বাসঘাতককে শাস্তি দেওয়ার। ১৯০৮ সালের ৩১ আগস্ট আলিপুর জেলে তিনি নারায়ণ গোস্বামীকে গুলি করে হত্যা করেন। এই ঘটনার পর তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ১৯০৮ সালের ১০ নভেম্বর মাত্র ২০ বছর বয়সে কানাইলাল দত্ত ফাঁসির মঞ্চে অমর বীরের মতো শহিদ হন। তাঁর মৃত্যুতে সমগ্র দেশ কেঁদেছিল, কিন্তু সেই অশ্রু পরিণত হয়েছিল স্বাধীনতার অঙ্গীকারে। কানাইলাল দত্ত আমাদের শেখান—সত্যিকারের দেশপ্রেম মানে আত্মত্যাগ।আজকের প্রজন্মের উচিত তাঁর জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে সততা, সাহস এবং দেশপ্রেমের আদর্শে এগিয়ে চলা।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: