কিভাবে রুকইয়াহ করা হয়?রুকইয়াহ কিভাবে করে?রুকইয়াহ শারইয়াহ।
Автор: Raqi Mahmudullah Mamun
Загружено: 2025-10-26
Просмотров: 954
Описание:
✨ পারিবারিক যাদু সব শেষ করে দেয়!
সমাজের অসংখ্য পরিবারের সবাই একত্রে আক্রান্ত হয়ে যাদুর প্রকোপে শেষ হয়ে যাচ্ছেন। পুরো পরিবার আক্রান্ত হলে সবার একই ধরণের লক্ষণ দেখা যায় না, তবে কিছু কমন লক্ষণ দেখা যায়। যেমন-
👉 ঘরে অশান্তি ঝগড়া ও অতিরিক্ত মনোমালিণ্য।
👉 কেউ কাউকে সহ্য করতে না পারা।
👉 ঘর গরম হয়ে থাকা, ঘরে থাকলে অবসাদ, তীব্র অলসতা বা ব্যথা জ্বালাপোড়া করা।
👉 ঘরের সদস্যদের ছেলে মেয়ে ও বয়সভেদে একেকজনের একেক সমস্যা থাকতে পারে। যেমন কেউ সবকাজে বাধাগ্রস্থ হওয়া, কেউ অসুস্থ থাকা, কারো যাদুকেন্দ্রীক কমন রোগ যেমন এলার্জি শ্বাসকষ্ট বা পেটকেন্দ্রীক ব্যথা যন্ত্রনা থাকা, কারো মাথা ব্যথা বা কোমর ব্যথা ইত্যাদি থাকা।
👉 যাদুর কমন লক্ষণ হিসেবে বদমেজাজ, অসহিষ্ণুতা বেশি থাকা পরিবারের সদস্যদের মাঝে। ফলে কেউ কাউকে সহ্য হয় না।
👉 একেকজন একেকভাবে লক্ষণে আক্রান্ত থাকা।
এধরণের সমস্যায় আক্রান্ত হলে রুকইয়াহ করা জরুরি।
এক্ষেত্রে একজন রুকইয়াহ কনসাল্টেন্টের পরামর্শ গ্রহণ করে অথবা রুকইয়াহ ডায়গ্নোসিস গ্রহণ করে রুকইয়াহ ট্রিটমেন্ট শুরু করা উত্তম।
তাছাড়া ঘরে নিয়মিত বাকারা ছাড়লে, রুকইয়াহর পানি দিয়ে ঘর মুছলে ও পরিবারের সদস্যরা নিয়মিত বাকারা শুনলে ঘরে যাদুর প্রভাব কমতে শুরু করে।
🎯 —রুকইয়াহ কনসাল্টেন্টের পরামর্শ গ্রহণ ও রুকইয়াহ ডায়গ্নোসিসের জন্য এপয়েনমেন্ট বুক করতে-
📞 —কল করুন: 01311317542
[আলোচ্য ভিডিওটি ইন্দোনেশিয়ান রাক্বীর ভিডিও। কেস স্টাডির স্বার্থে ব্যবহার করা হয়েছে]
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: