সরকারি কর্মীদের পেনশনের নিয়মে পরিবর্তন হচ্ছে | How to Calculate Pension 2023
Автор: Digital Yd
Загружено: 2023-08-02
Просмотров: 212
Описание:
সরকারি কর্মীদের পেনশনের নিয়মে পরিবর্তন হচ্ছে | How to Calculate Pension 2023
1/5 বর্তমান পেনশন পদ্ধতিতে হেরফেরের কোনও পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের। মঙ্গলবার সংসদে একটি লিখিত জবাবে সংসদে একথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী। অর্থাৎ আপাতত যে পেনশন স্কিম (নয়া পেনশন সিস্টেম) চালু আছে, তাতে কোনও পরিবর্তন হবে না। যা আগামী বছর লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকারের কাছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়
2/5 এক সাংসদ জানতে চেয়েছিলেন, বর্তমানে যে নয়া পেনশন স্কিম চালু আছে, সেটা পরিবর্তন করে যাতে পেনশন বাবদ শেষ প্রাপ্ত বেতনের ৪০-৪৫ শতাংশ অর্থ প্রদানের বিষয়টি নিশ্চিত করা যায়, তা নিয়ে কেন্দ্রীয় সরকার কোনও পরিকল্পনা করছে কিনা। যদিও রাজ্যসভায় কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বলেছেন, 'এরকম কোনও প্রস্তাব নিয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে না।'
3/5 সেইসঙ্গে নয়া পেনশন সিস্টেমের পর্যালোচনার জন্য যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি রিপোর্ট জমা দিয়েছে কিনা, তাও সরকারের থেকে জানতে চাওয়া হয়। সেই প্রশ্নের প্রেক্ষিতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে সেই কমিটি কোনও রিপোর্ট জমা দেননি। যে কমিটির গঠনের কথা গত মার্চ জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
4/5 এমনিতে পুরনো পেনশন স্কিম চালু করা নিয়ে দাবি তুলে আসছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একাংশ। ইতিমধ্যে নয়া পেনশন সিস্টেমের পরিবর্তে পুরনো পেনশন স্কিম চালু করেছে একাধিক বিরোধী-শাসিত রাজ্য। যে তালিকায় আছে পঞ্জাব, ছত্তিশগড়, রাজস্থান, হিমাচল প্রদেশ এবং ঝাড়খণ্ড। গুজরাটের মতো রাজ্যেও সেই দাবি উঠেছে।
5/5 উল্লেখ্য, পুরনো পেনশন স্কিমের আওতায় অবসরের পরে মাসিক পেনশন পান সরকারি কর্মচারীরা। যা সাধারণত শেষ প্রাপ্ত বেতনের ৫-০ শতাংশের কাছাকাছি হয়। সেখানে নয়া পেনশন সিস্টেমের আওতায় সরকারি কর্মচারীদের বেতনের একাংশ পেনশন ফান্ডে জমা পড়ে। পরবর্তীতে এককালীন টাকা পাওয়া যায়।
How to Calculate Pension 2023 related issues are presented in detail for you. If you watch this video from the beginning to the end, then you will not have any problem regarding your How to Calculate Pension 2023, inshallah.I wish you success in your professional life. Thank you for being with me. #jobdigest #govt_job_circular #primary_update_news #primary #primary_job_news
youtube debaish online
পেনশন ও ফ্যামিলি পেনশনের নিয়ম গুলি সহজে বুঝে নিন। Pension rules for govt employees.
অনলাইনে পেনশন হিসাব করার পদ্ধতি | Calculate Pension in Online
খুব সহজে জানুন চাকরির শেষে কত পেনশন পাবেন ??
আমাদের ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে নিচে আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন আমরা নতুন চাকরির খবর সরকারি বেসরকারি চাকরির খবর ব্রেকিং নিউজ এবং তথ্যপ্রযুক্তি সমস্ত কিছু তথ্য আমাদের ওয়েবসাইটের মাধ্যমে দিয়ে থাকি https://exambanglaonline.blogspot.com/
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: