Krishna Janmashtmi Katha 2024|| কৃষ্ণা জন্মাষ্টমী কথা ২০২৪।
Автор: Radha Krishna BSG vlogs
Загружено: 2024-08-22
Просмотров: 110
Описание:
Janmashtami 2024: ২৬ না ২৭ অগস্ট, কবে পড়েছে জন্মাষ্টমী? জানুন ঠিক কোন সময়ে করবেন গোপালের আরাধনা :
Janmashtami 2024 Date: আর মাত্র কয়েকদিনের মধ্যেই পালিত হবে কৃষ্ণ জন্মাষ্টমী। এই দিনেই শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন বলে মনে করা হয়। জেনে নিন এই বছর কবে পালিত হবে জন্মাষ্টমী তিথি।
প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী। শাস্ত্র অনুসারে এই তিথিতেই জন্মগ্রহণ করেন বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ। হিন্দু ও বৈষ্ণব ধর্মে জন্মাষ্টমী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ একটি উৎসব। প্রতি বছর ভক্তি সহকারে জন্মাষ্টমী গোটা দেশজুড়ে পালিত হয়। জেনে নিন এই বছর কবে পালিত হবে জন্মাষ্টমী এবং ঠিক কোন সময়ে কৃষ্ণের আরাধনা করবেন।
জন্মাষ্টমী ২০২৪ তারিখ
এই বছর জন্মাষ্টমীতে অষ্টমী তিথি একদিনেই পড়েছে। সেই কারণে সাধু, সন্ন্যাসী ও গৃহস্থরা একই দিনে শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারবেন। পঞ্জিকা অনুসারে এই বছর জন্মাষ্টমী পালিত হবে আগামী ২৬ অগস্ট সোমবার। অষ্টমী পড়বে রাত ৩টে ৪০ মিনিটে এবং বেলা ২টো ২০ মিনিট পর্যন্ত অষ্টমী থাকবে।
জন্মাষ্টমীতে রোহিনী নক্ষত্র :
এই বছর জন্মাষ্টমীতে অত্যন্ত শুভ যোগ পড়েছে। শ্রীকৃষ্ণের জন্মের সময় যে যোগ ছিল, এই বছর ঠিক সেই যোগে পালিত হবে জন্মাষ্টমী। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ও রোহিনী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এই বছরও জন্মাষ্টমী তিথিতে থাকছে রোহিনী নক্ষত্র। ২৬ অগস্ট বেলা ৩টে ৫৫ মিনিটে রোহিনী নক্ষত্র শুরু হবে এবং তা থাকবে ২৭ অগস্ট ভোর ৩টে ৩৮ মিনিট পর্যন্ত।
জন্মাষ্টমীতে পুজোর শুভ সময় :
জন্মাষ্টমীতে সারাদিনই কৃষ্ণের আরাধনা আপনি করতে পারেন। তবে সেদিন গোপালের পুজো করার বিশেষ শুভ সময় থাকছে। এই সময় পুজো করলে তা কার্যকরী হয় বলে মনে করা হয়। জন্মাষ্টমীতে সকালের পুজো করুন সকাল ৫টা ৫৬ মিনিট থেকে ৭টা ৩৭ মিনিটের মধ্যে। এর পর বিকেলের পুজো করতে পারেন বিকেল ৩টে ৩৬ মিনিট থেকে সন্ধে ৬টা ৪৯ মিনিটের মধ্যে। তবে জন্মাষ্টমীর পুজোর সেরা সময় হল নিশীথ কাল, যা থাকছে রাত ১২টা ১ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: