বিল গেটসের জীবন বদলে দেওয়া সেই ছয়জন শিক্ষকের গল্প | Potaka News
Автор: Potaka News | পতাকা নিউজ
Загружено: 2025-10-06
Просмотров: 171
Описание:
বিল গেটস- এক নামেই যার পরিচয়। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা এবং বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হিসেবে তাকে সবাই চেনে। কিন্তু আজকের বিল গেটস হয়ে ওঠার পেছনে কাদের অবদান ছিল? সম্প্রতি তিনি নিজেই জানিয়েছেন সেই মানুষগুলোর কথা, তাঁর শিক্ষকদের কথা, যাঁরা তাঁর জীবনকে বদলে দিয়েছেন। চলুন আজ জেনে নেওয়া যাক বিল গেটসের জীবন বদলে দেওয়া সেই ছয়জন শিক্ষকের গল্প।
বিল গেটসের জীবনের প্রথম নায়ক ছিলেন তার শিক্ষক ব্লানশ ক্যাফিয়েরি। ছোটবেলায় গেটস ছিলেন ভীষণ দুষ্টু এবং অস্থির। বেশিরভাগ শিক্ষক তাকে সমস্যা মনে করলেও, মিসেস ক্যাফিয়েরি তাঁর মধ্যে দেখেছিলেন একজন সমস্যা সমাধানকারীকে। তিনি গেটসকে স্কুলের লাইব্রেরি সহকারী বানিয়ে দেন এবং হারিয়ে যাওয়া বই খুঁজে বের করার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন। এই দায়িত্ববোধই শিশু বিল গেটসকে শিখিয়েছিল নিজেকে মূল্যবান ভাবতে।
এরপর আসা যাক পল স্টকলিনের কথায়। অষ্টম শ্রেণিতে গণিত শিক্ষক হিসেবে তিনি বিল গেটসের জীবনে দুটি বড় পরিবর্তন আনেন। তাঁর ক্লাসেই গেটসের পরিচয় হয় কেন্ট ইভান্সের সঙ্গে, যিনি পরে তার সেরা বন্ধু এবং প্রথম ব্যবসায়িক সঙ্গী হন। শুধু তাই নয়, মিস্টার স্টকলিনই প্রথম তাকে টেলিটাইপ মেশিনের সাথে পরিচয় করিয়ে দেন, যা ছিল কম্পিউটারের জগতের প্রথম দরজা। এই দুটি উপহারের জন্য গেটস তার স্যারের কাছে চিরকৃতজ্ঞ।
📰 Visit: https://potakanews.com
📢 Facebook: / potakanewsbd
📷 Instagram: / potakanewsbd
🐦 Twitter/X: / potakanewsbd
#পতাকা_নিউজ #BanglaNews #BreakingNews #BDPolitics #LiveNews
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: