পদ্মা সেতু কি ভাবে নির্মাণ হলো জানেন কি | Padma Bridge A to Z | Public Demand
Автор: Public Demand
Загружено: 2022-06-24
Просмотров: 61
Описание:
পদ্মা সেতু কি ভাবে নির্মাণ হলো জানেন কি ?
না জানলে দেখে নিতে পারেন পুরো ভিডিওটি
পদ্মা সেতুর আদ্যোপান্ত
দুর্যোগ-দুর্বিপাকেও কাজ থামেনি
পদ্মা সেতু প্রকল্পের সবচেয়ে বড় কারিগরি জটিলতা মোকাবিলা করতে হয়েছে পাইলিংয়ে। পরিকল্পনামতো পাইল বসাতে গিয়ে দেখা যায়, নদীর নিচে নরম মাটি। ফলে কাজ বন্ধ করতে হয়। পাইল বসাতে গিয়ে আধুনিক হ্যামার বা হাতুড়ি ভেঙে গিয়ে কাজ বন্ধ হওয়ার ঘটনাও ঘটেছে।
শুধু কি কারিগরি জটিলতা? প্রাকৃতিক দুর্যোগ-দুর্বিপাকে পড়েও সেতুর কাজে ব্যাঘাত ঘটেছে। কিন্তু নির্মাণকাজ শুরুর পর এক দিনের জন্যও কাজ থেমে থাকেনি।
পদ্মা সেতু নির্মাণে যেসব কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছিল, সেগুলোর একটি তালিকা করেছে সেতু বিভাগ। নির্মাণের বিভিন্ন পর্যায়ে কাজের অগ্রগতি এবং কারিগরি নানা জটিলতা বিষয়ে একটি পুস্তিকা বের করে সেতু বিভাগ। চলতি জুনে প্রকাশিত সর্বশেষ পুস্তিকায় এমন কিছু কঠিন পরিস্থিতির বিষয় উল্লেখ করা হয়েছে। এ ছাড়া এই সেতুর কাজ করতে গিয়ে আধুনিক কী কী প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে, এরও একটি তালিকা দেওয়া হয়েছে।
পদ্মা সেতুর মূল কাজের নির্মাণ শুরু ২০১৪ সালের ২৬ নভেম্বর। ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুসারে শেষ হওয়ার কথা ছিল চার বছরে। কিন্তু শেষ পর্যন্ত কাজ সম্পন্ন হতে প্রায় সাড়ে সাত বছর লেগেছে। সেতু বিভাগের কর্মকর্তারা বলছেন, প্রকল্প বাস্তবায়নে কারিগরি জটিলতা আর প্রাকৃতিক দুর্যোগের কারণেই সময় বেশি লেগেছে।
subscribe Now ! http://bit.ly/PublicDemandBD
Our Another Youtube Channel, Please Subscribe :
Couple Food Kitchen : https://bit.ly/CoupleFoodKitchen
#padmabridge
#padmabridgelatestnews
#padma
#padma_setu_update_news
#PublicDemand
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: