চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানের আ*হ*ত শিক্ষার্থীরা যা বললেন
Автор: Nogor News bd
Загружено: 2025-02-25
Просмотров: 112
Описание:
চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানের আ*হ*ত শিক্ষার্থীরা যা বললেন
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গভীর রক্তাক্ত অধ্যায় হয়ে থাকবে। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন ক্রমেই একটি গণজাগরণে রূপ নেয়। যার পরিসমাপ্তি ঘটে স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে। ছাত্রসমাজের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলন শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষ এবং পেশাজীবীদেরও জাগিয়ে তোলে। ২০২৪ সালের ৫ জুন, হাইকোর্ট ২০১৮ সালের কোটা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে। এই রায়ের মাধ্যমে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়; যা মেধার অবমূল্যায়ন বলে করে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রায়ের প্রতিবাদে সেদিন রাতেই ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেন। ৩০ জুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধনের আয়োজন করে। যা ছিল আন্দোলনের প্রথম বড় আকারের কর্মসূচি। সারাদেশের অন্যান্য শিক্ষার্থীরা এতে উদ্বুদ্ধ হয়।১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দিনের কর্মসূচি ঘোষণা করে। যার মধ্যে ছিল বিক্ষোভ মিছিল, গণসমাবেশ এবং অবরোধ। এরপর পরই এই আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে। ২ থেকে ৬ জুলাই পর্যন্ত দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে। তারা বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ চালায়। ৭ জুলাই শিক্ষার্থীরা সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করে। এতে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা এবং বরিশালসহ বড় শহরগুলোতে ব্যাপক বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি চলে। অন্যদিকে সরকারের পৃষ্ঠপোষকতায় ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন ক্যাম্পাসে আন্দোলন দমনের চেষ্টা চালায়। তারা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়, ভয়ভীতি দেখায় এবং সরকারি প্রশাসনের সঙ্গে মিলে আন্দোলন দমন করার প্রচেষ্টা চালায়। তবে এসব সহিংসতা আন্দোলনের শক্তি যেন আরও বাড়িয়ে দেয়। ১৬ জুলাই, রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ নামের এক শিক্ষার্থীকে পুলিশ সরাসরি গুলি করে হত্যা করে। ঘটনাটি পুরো জাতিকে নাড়িয়ে দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই নির্মম হত্যার ভিডিও দেখে দেশের মানুষ ক্ষোভে ফেটে পড়ে। শিক্ষার্থীদের আন্দোলন তখন আর শুধু ক্যাম্পাসের বিষয় ছিল না। তখন এটি রূপ নেয় জাতীয় আন্দোলনে। এই হত্যাকাণ্ডের পর ঢাকাসহ দেশের অন্যান্য জায়গার বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরাও রাস্তায় নেমে আসে। তারাও অবরোধ-বিক্ষোভ কর্মসূচি চালায়। ঢাকার রোকেয়া হলের মেয়েরা হলের তালা ভেঙে আন্দোলনে যোগ দেন। একই দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে পুলিশ এবং ছাত্রলীগের হামলা হয়। ১৬ জুলাইয়ের পর আন্দোলন দমন করার জন্য ঢাকার মধ্যে সরকার ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়। ১৮ জুলাই আন্দোলনকারীরা সারাদেশে কমপ্লিট শাটডাউনের ডাক দেন। সেই দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিহতদের স্মরণে শহীদ বেদি নির্মাণ করেন। এ সময় সরকারের দমননীতি তখন আরও কঠোর হয়ে ওঠে। সেনাবাহিনী মোতায়েন করা হয়, কারফিউ জারি করা হয় এবং আন্দোলনের নেতাদের গ্রেপ্তার চলতে থাকে। ২৬ জুলাই আন্দোলনের তিনজন সমন্বয়ককে সাদা পোশাকধারী পুলিশ তুলে নিয়ে যায়।
#জুলাই_অভ্যুত্থান
#গণঅভ্যুত্থান
#৫_জুন_থেকে_৫_আগস্ট:_ছাত্র_জনতার_গণঅভ্যুত্থান_|| #channel_i_news
#মজলুম_ছিলেন
#আন্দোলন_প্রত্যাহারের_ঘোষণা_বৈষম্যবিরোধী_ছাত্র_আন্দোলনের
#চ্যানেল_আই
#সন্ধ্যার_বাংলাদেশ_যমুনা_নিউজ
#চ্যানেল_আই_নিউজ
#এখন_টিভি_চ্যানেল
#সন্ধ্যার_বাংলাদেশ
#সারাদিনের_সব_খবর_একসাথে
#সন্ধ্যার_বাংলাদেশ_যমুনা_টিভি
#রাজধানীর_খিলগাঁওয়ে_ভয়াবহ_আগুন
#সারাদিনের_সব_খবর_একসাথে_jamuna_tv
#সারাদিনের_সব_খবর_একসাথে_sob_khobor
#দেশের_খবর_লাইভ
#ছাত্র_আন্দোলন
#সকালের_খবর_আজকের
জুলাই অভ্যুত্থান
গণঅভ্যুত্থান
৫ জুন থেকে ৫ আগস্ট: ছাত্র জনতার গণঅভ্যুত্থান || channel i news
মজলুম ছিলেন
আন্দোলন প্রত্যাহারের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
চ্যানেল আই
সন্ধ্যার বাংলাদেশ যমুনা নিউজ
চ্যানেল আই নিউজ
এখন টিভি চ্যানেল
সন্ধ্যার বাংলাদেশ
সারাদিনের সব খবর একসাথে
সন্ধ্যার বাংলাদেশ যমুনা টিভি
রাজধানীর খিলগাঁওয়ে ভয়াবহ আগুন
সারাদিনের সব খবর একসাথে jamuna tv
সারাদিনের সব খবর একসাথে sob khobor
দেশের খবর লাইভ
ছাত্র আন্দোলন
সকালের খবর আজকের
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: