মুফতি নাস্তিক মৌ লানা হাফেজ আল হাজ্ ইমাম আব্দুল্লাহ আল মাসুদ সাহেব শ্লীল ও অশ্লীল বুঝে না
Автор: Justice of Peace
Загружено: 2018-04-12
Просмотров: 33
Описание:
৫৪/১৭,২২,৩২,৪০ আয়াতগুলি মতে সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব তাও আবার ১৯/৯৭ আয়াত মতে মাতৃভাষায়।
১৬/৪৪ আয়াতে আল্লাহ বলছেন,
আমি নবীদের প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণাদিসহ। আর আমি তোমার ওপর কোরআন অবতীর্ণ করেছি, যাতে তুমি মানুষকে বুঝিয়ে দিতে পারো, যা তাদের ওপর অবতীর্ণ করা হয়েছে। এবং যাতে তারা চিন্তা করে।
কোরআনের সঙ্গে কোরআনের নবীকে পাঠানো হয়েছে, যাতে নবী কোরআনের যথাযথ ব্যাখ্যা করে দিতে পারেন। পাশাপাশি এই কোরআন চিন্তাশীলদের চিন্তার খোরাক জোগায়।
১৫/৯ আয়াতে কোরআনের একটি নাম হলো ‘জিকর’। এ আয়াতে কোরআন বোঝানোর জন্য ‘জিকর’ শব্দ ব্যবহার করা হয়েছে। এ আয়াত ছাড়া আরো একাধিক আয়াতে কোরআন বোঝাতে ‘জিকর’ শব্দ ব্যবহার করা হয়েছে। অন্য আয়াতে এসেছে, ‘আমিই জিকর তথা কোরআন অবতীর্ণ করেছি। আর আমিই এর সংরক্ষক।
কোরআন পাঠানোর পাশাপাশি নবী পাঠানো হয়েছে, যাতে তিনি কোরআনের ব্যাখ্যা করে দিতে পারেন। নবীর অবর্তমানে মানুষ নিজ নিজ ভাষায় পড়ে বুঝবে।
সাধারণ মানুষের পক্ষে কোরআন বোঝা সম্ভব কেবল মায়ের ভাষায়। ৩/১৬৪ আয়াতে আল্লাহ বলছেন,
আল্লাহ মুমিনদের প্রতি অবশ্যই অনুগ্রহ করেছেন যে তিনি তাদের নিজেদের মধ্য থেকে তাদের কাছে রাসুল পাঠিয়েছেন, যিনি তাদের কাছে আয়াতসমূহ তিলাওয়াত করেন, তাদের পরিশোধন করেন এবং কিতাব ও হিকমত শিক্ষা দেন, যদিও তারা এর আগে স্পষ্ট বিভ্রান্তিতে ছিল।
এ আয়াতে মহানবীর প্রধান চারটি দায়িত্বের কথা বলা হয়েছে।
এক. তিনি আয়াত তেলাওয়াত করে শোনাবেন।
দুই. তিনি বাতিল মতবাদ থেকে পবিত্র করেন।
তিন. তিনি লিখিত গ্রন্থ শেখাবেন।
চার. তিনি হিকমত তথা বিজ্ঞান শিক্ষা দেন। এ আয়াত থেকেও জানা যায়, সমাজের যেসকল বক্তারা এই চারটি কাজ ছাড়া অন্য কিছু শেখাবে তাদের ওয়াজ শুনা যাবেনা।
ডক্টর এ,কিউ,এম,মাহবুবুল্লাহ যশোরী
হাফেজ,আলেম,মুফতি,মুহাদ্দেস,মুফাস্সের
চেয়ারম্যান : বাংলাদেশী সেবা পার্টি
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: