রাখি উৎসবে আশ্রমের শিশুদের পাশে মহেশতলার তৃণমূল কাউন্সিলর গোপাল সাহা ll @Star Bangla News
Автор: Star Bangla News
Загружено: 2025-08-10
Просмотров: 60
Описание:
রাখি উৎসবে আশ্রমের শিশুদের পাশে মহেশতলার তৃণমূল কাউন্সিলর গোপাল সাহা
দক্ষিণ ২৪ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট
মহেশতলা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর গোপাল সাহা, টিম অভিষেক ব্যানার্জির সহযোগিতায় রাখি উৎসবের দিনে এক অনন্য উদ্যোগ নিলেন। কালিতলা আশুতির আশ্রমের প্রায় ৬৫ জন শিশু ছাত্রের হাতে তিনি তুলে দিলেন স্কুল ব্যাগ সহ বিভিন্ন উপহার সামগ্রী। শুধু তাই নয়, সেদিন শিশুদের জন্য দুপুরের খাবারেরও বিশেষ ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে আশ্রমের স্বামী শিবেশ্বর নন্দ মহারাজ কাউন্সিলর গোপাল সাহার কাছে একটি গুরুত্বপূর্ণ আবেদন জানান— আশ্রমের দেব শিশুদের ব্যবহারের জন্য একটি টয়লেট ও বাথরুম নির্মাণের ব্যবস্থা করার। আবেদন মেনে গোপাল সাহা সেখানেই প্রতিশ্রুতি দেন, শিশুদের জন্য টয়লেট ও বাথরুম তিনি নির্মাণ করে দেবেন।
উপহার হাতে পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। আশ্রমের মহারাজ, সন্ন্যাসী ও সকল শিশু মিলিতভাবে গোপাল সাহাকে আশীর্বাদ জানান।
এই উদ্যোগ শুধু একটি উৎসব উদযাপন নয়, বরং সমাজের অবহেলিত শিশুদের পাশে দাঁড়ানোর এক মানবিক উদাহরণ হিসেবে চিহ্নিত হয়ে রইল।
মহেশতলা, দক্ষিণ ২৪ পরগনা — রাখি উৎসবের দিন মহেশতলা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর গোপাল সাহা, টিম অভিষেক ব্যানার্জির সহযোগিতায় এক অনন্য মানবিক উদ্যোগ নেন। কালিতলা আশুতির আশ্রমের প্রায় ৬৫ জন শিশু ছাত্রের হাতে তিনি তুলে দেন স্কুল ব্যাগ সহ নানা উপহার সামগ্রী। শুধু উপহার নয়, শিশুদের জন্য দুপুরের খাবারের বিশেষ ব্যবস্থাও করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশ্রমের স্বামী শিবেশ্বর নন্দ মহারাজ। তিনি কাউন্সিলর গোপাল সাহার কাছে আবেদন জানান — আশ্রমের দেব শিশুদের জন্য একটি টয়লেট ও বাথরুম নির্মাণের ব্যবস্থা করার। গোপাল সাহা তাৎক্ষণিক প্রতিশ্রুতি দেন যে শিশুদের জন্য শৌচাগার ও বাথরুম তিনি নির্মাণ করে দেবেন।
উপহার হাতে পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। আশ্রমের মহারাজ, সন্ন্যাসী এবং সকল শিশু মিলিতভাবে গোপাল সাহাকে আশীর্বাদ জানান।
এই উদ্যোগ শুধুমাত্র একটি উৎসব উদযাপন নয়, বরং সমাজের অবহেলিত ও অনাথ শিশুদের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল উদাহরণ হয়ে রইল।
গোপাল সাহা খবর, মহেশতলা কাউন্সিলর উদ্যোগ, রাখি উৎসব ২০২৫, কালিতলা আশ্রম, দক্ষিণ ২৪ পরগনা সংবাদ, তৃণমূল কাউন্সিলর খবর, টিম অভিষেক ব্যানার্জি, সমাজসেবা খবর, শিশুদের উপহার, স্কুল ব্যাগ বিতরণ, টয়লেট নির্মাণ প্রতিশ্রুতি।
#গোপালসাহা #রাখিউৎসব #মহেশতলা #দক্ষিণ২৪পরগনা #তৃণমূলকংগ্রেস #টিমঅভিষেকব্যানার্জি #সমাজসেবা #শিশুসেবা #কালিতলাআশ্রম #পশ্চিমবঙ্গসংবাদ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: