কলিযুগের আসল অশুর কারা ? বিষ্ণুপুরান অনুযায়ী সনাতন ধর্মের যুগের ভাগ গুলি কি ?
Автор: Bengali Sastra Kotha
Загружено: 2025-03-08
Просмотров: 377
Описание:
কলিযুগের আসল অশুর কারা ? বিষ্ণুপুরান অনুযায়ী সনাতন ধর্মের যুগের ভাগ গুলি কি ?
कलियुग के असली राक्षस कौन हैं? विष्णु पुराण के अनुसार सनातन धर्म का काल विभाजन क्या है?
Who are the real demons of Kali Yug? According to Vishnu Purana, what are the age divisions of Sanatan Dharma?
বিষ্ণু পুরাণ অনুযায়ী সনাতন ধর্মের ব্যাপ্তি
============================
হিন্দু ধর্ম অনুসারে যুগ চারটিঃ- যথাঃ-
👉 1/ সত্যঃ 👉 2/ ত্রেতাঃ
👉 3/ দ্বাপরঃ 👉 4/ কলিঃ
আসুন এই চারযুগের ধর্ম-অধর্মের হিসাব দেখিঃ-
👉 1/ সত্যযুগেঃ = (4) ভাগই ধর্মে পরিপূর্ণঃ
👉 2/ ত্রেতাযুগেঃ = (3) ভাগ ধর্ম ও (1) ভাগ অধর্মঃ
👉 3/ দ্বাপরযুগেঃ = (2) ভাগ ধর্ম ও (2) ভাগ অধর্মঃ
👉 4/ কলিযুগেঃ ত্রেতাযুগের সম্পূর্ণ বিপরীত৷ (3) ভাগ অধর্ম ও (1) ভাগ ধর্মঃ
আসুন জানুন চারযুগে অসুরদের বসবাসের স্থানঃ-
👉 1/ সত্যযুগঃ = অসুরা বাস করত ভিন্ন গ্রহে৷ যেমনঃ রাহু, কেতুঃ
👉 2/ ত্রেতাযুগঃ = অসুরা বাস করত ভিন্ন দেশে৷ যেমনঃ রাবণ, বিভীষণ, মরীচ, সুবাহুঃ
👉 3/ দ্বাপরযুগঃ = অসুরা বাস করত নিজ বংশের মধ্যে৷ যেমনঃ কিন্তু তাঁদের চেনা যেত৷ দুর্যোধন, শিশু পাল, শকুনিঃ
👉 4/ কলিযুগঃ অসুরা দেখতে সাধারণ মানুষের মতো হবে৷ সাধারণ মানুষের সাথে মিলেমিশে থাকবে৷ তাঁদের চেনা যাবে না৷ তবে বিশেষ কিছু বৈশিষ্ট্য দ্বারা তাঁদের চেনা যাবে৷ যেমনঃ হিন্দুধর্মের নিন্দা, যাগযজ্ঞ প্রভৃতি বন্ধ করার চেষ্টা করবে, দেবালয় ধ্বংস করবে এবং সাধারণ মানুষকে অশাস্ত্রীয় তপস্যায় লিপ্ত হতে বাধ্য করবে৷ যেমনঃ আশা করি বুঝে গেছে৷ কারা কলিযুগ এর অসুর! উদাহরণ দেওয়ার কোনো প্রয়োজন নেই৷
চতুর্যুগের সময়কালঃ-
👉 1/ সত্যযুগঃ = (1728000) বছরঃ
👉 2/ ত্রেতাযুগঃ = (1296000) বছরঃ
👉 3/ দ্বাপরযুগঃ = (864000) বছরঃ
👉 4/ কলিযুগঃ = (432000) বছরঃ
চতুর্যুগের মানুষের জীবনসীমাঃ-
👉 1/ সত্যযুগঃ = এ যুগে মানুষের আয়ু অযুত বৎসর কাল-লক্ষ বৎসরকাল৷ উদাহরণঃ বাল্মিকী মুনি৷ এমনকি এই যুগে অনেকেই অমরত্ব লাভ করেছেন৷ যেমনঃ দেবর্ষি নারদ (33) কোটি (প্রকার) দেব-দেবীরঃ
👉 2/ ত্রেতাযুগঃ = এ যুগের মানুষের আয়ু অযুত বৎসরকাল-সহস্র বৎসরকাল৷ উদাহরণঃ বশিষ্ঠ মুনি, ঋষি বিশ্বামিত্রঃ
👉 3/ দ্বাপরযুগঃ এ যুগে মানুষের আয়ু সহস্র বছর থেকে শতাধিক বছর৷ যেমনঃ কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব, গঙ্গাপুত্র ভীষ্ম, পর্গাচার্যঃ
👉 4/ কলিযুগঃ এ যুগের মানুষের আয়ু অর্ধাশতাধিক থেকে শতাধিক৷ যেমনঃ শঙ্করচার্য, স্বামী বিবেককান্দ, রামকৃষ্ণ পরমহংস, সারদা দেবীঃ
চারযুগ মিলে এক চতুর্যুগঃ = (4,32) মিলিয়ন বছরঃ
(1000) চতুর্যুগঃ = এক কল্প ব্রহ্মার একদিন, ব্রহ্মার একরাত (4,32) মিলিয়ন বছরঃ
(100) বছর হল ব্রহ্মার আয়ু, আমাদের এই ব্রহ্মাণ্ডের আয়ু (311,04) ট্রিলিয়ন বছরঃ
আবার এক কল্প সময়ের মধ্যে (14) জন মনু আসেন৷ প্রথম মনুকে বলা হয় স্বায়ম্ভুব মনু৷ তাঁর স্ত্রী হলেন শতরুপা৷ (তিনি ব্রহ্মাণ্ডের প্রথম নারী)
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: