যমুনা নদীর কূল ঘেঁষে গড়ে ওঠা "মন্নিয়ার চর"| পর্ব -০১ | Monniyar chor | Islampur | Jamalpur |
Автор: Mi 24news
Загружено: 2025-08-06
Просмотров: 450
Описание:
জামালপুর জেলার ইসলামপুর উপজেলার একটি প্রত্যন্ত চরাঞ্চল – মুন্নিয়াচর। এটি যমুনা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা এক বিস্তীর্ণ চর, যেখানে প্রকৃতির সঙ্গে মানুষের লড়াই যেন প্রতিনিয়ত চলমান। নদীর ভাঙন, বালুর চর, কৃষিজীবী মানুষ আর সীমিত সুযোগ-সুবিধার এই জনপদে জীবন চলে আপন ছন্দে।
প্রাকৃতিক পরিবেশ ও জীবনযাত্রা:
মুন্নিয়াচরের চারপাশে বিস্তৃত ফসলের মাঠ, যেখানে বছরে একাধিকবার শাকসবজি, ভুট্টা, কালাই ও ধান চাষ করা হয়। বর্ষাকালে পানি বেড়ে গেলে চর অনেকটা দ্বীপে পরিণত হয়, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আবার শুষ্ক মৌসুমে নদীর বুক চিরে ফুটে ওঠে বিস্তৃত বালুচর।
চরের মানুষরা মূলত কৃষি, গবাদি পশুপালন এবং নৌকার মাধ্যমে নদী পারাপার করে জীবিকা নির্বাহ করেন। মহিলারা গৃহস্থালি কাজের পাশাপাশি অনেক সময় খেটে থাকেন কৃষি জমিতেও। এখানকার শিশুরাও শৈশবে প্রকৃতির সঙ্গে মিশে বড় হয়।
শিক্ষাব্যবস্থা ও সুযোগ:
মুন্নিয়াচরে একটি প্রাথমিক বিদ্যালয় থাকলেও মাধ্যমিক শিক্ষার জন্য যেতে হয় দূরের স্কুলে। বর্ষাকালে পড়ুয়াদের স্কুলে যাওয়া হয়ে পড়ে কষ্টসাধ্য। অনেক promising ছাত্রছাত্রী প্রতিকূলতার কারণে মাঝপথে পড়ালেখা ছেড়ে দেয়।
নদীভাঙন ও দুর্যোগ:
প্রতি বর্ষায় যমুনার করাল গ্রাসে ধ্বংস হয় বহু ঘরবাড়ি ও জমি। সরকারিভাবে কিছু ত্রাণ ও সহায়তা পৌঁছালেও তা খুবই সীমিত। চরবাসী নিজেরাই নিজেদের মতো করে টিকে থাকেন। বাঁধ নির্মাণের দাবি বহুবার উঠলেও এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি।
সম্ভাবনা ও উন্নয়নের পথ:
মুন্নিয়াচরে কৃষিকাজ ও পশুপালনের উন্নতির জন্য সরকার ও বেসরকারি সংস্থার হস্তক্ষেপ জরুরি। শিক্ষা ও স্বাস্থ্যসেবার পাশাপাশি যোগাযোগব্যবস্থা উন্নয়ন করলে এই চরের মানুষ আরও ভালোভাবে জীবনযাপন করতে পারবে।
উপসংহার: মুন্নিয়াচর যেন এক জীবন্ত সংগ্রামের নাম। এখানে মানুষের জীবন যেমন কঠিন, তেমনি তা সৌন্দর্যমণ্ডিত ও সংগ্রামমুখর। রাষ্ট্রীয় দৃষ্টি ও স্থানীয় উদ্যোগ যদি একত্র হয়, তাহলে একদিন এই চরও হয়ে উঠতে পারে উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: