Group fishing inside agricultural pond । কৃষিক্ষেত্রে ব্যাবহৃত পুকুরে দলবদ্ধ ভাবে মাছ ধরা । Fishing।
Автор: parijat mondal
Загружено: 2020-04-13
Просмотров: 45
Описание:
২০২০ সালের 12 ই এপ্রিল পশ্চিমবঙ্গে লকডাউন চলার জন্য আমি বাড়িতেই ছিলাম। এদিন ছিল নীল পূজা। সকালবেলা ব্রেকফাস্ট সেরে আমি মাঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আকন্দ ফুল আনার জন্য। গিয়ে দেখি আকুন্দ ফুলের গাছ গুলো একেবারে মুড়িয়ে গেছে। দুদিন আগে থেকে সবাই ফুল তুলে নিয়েছে এমনকি গাছের ডাল পর্যন্ত ভেঙে নিয়ে চলে গেছে। সামান্য ফুলের কুঁড়ি না পেয়ে আমি বাড়ি ফিরে আসছি লাম। ঠিক তখনই আমার নজরে আসে বাবলাতলার পার্শ্ববর্তী যে ছোট পুকুরটি রয়েছে সেখানে আমার পাড়ার একদল ছেলে মাছ ধরার উদ্দেশ্যে নেমেছে। তো আমি সেই মাছ ধরা দেখার উদ্দেশ্যে সেখানে গিয়ে হাজির হই। একদল মশারির নেট দিয়ে টানা পদ্ধতিতে মাছ ধরছিল। আরেকদল হাত দিয়ে দিয়ে মাছ ধরছি। এই হাত দিয়ে মাছ ধরার দৃশ্য আপনারা দেখতে পাবেন এই ভিডিও তে। ভিডিওটিতে দেখতে পাবেন ছোট্ট একটি বাচ্চা ছেলে যার নাম কুটাই, সে মাছ সংগ্রহ করে খুব আনন্দ পাচ্ছিল।অল্প বয়সী ছেলেদের দলবদ্ধ মাছ ধরার দৃশ্য আমার খুব ভালো লাগে। এবং এই দৃশ্য আমি আপনাদের সামনে আনার চেষ্টা করেছি।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং শেয়ার করবেন, আর আপনাদের প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
#Fishing
#Group_Fishing
#Hand_Fishing
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: