বাইক ফোম ওয়াশ মাত্র ৯৯ টাকা।
Автор: TRUST WORLD
Загружено: 2022-02-23
Просмотров: 739
Описание:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দামাকা অফার বাইক ফোম ওয়াশ মাত্র ৯৯ টাকা।
🇧🇩BIKE WASH🇧🇩
Bike wash মাত্র 99 টাকা
📱01911378237
কম টাকায় বাইক ফোম ওয়াস
সকল বাইকার ভাইদের কথা চিন্তা করে TRUST WORLD ফেব্রুয়ারি মাস উপলক্ষে নিয়ে এলো ৯৯/= টাকায় বাইক ফোম ওয়াশ🔥🔥🔥🔥🔥🔥
Good news for the people of Khulna.
🏍️🏍️🏍️🏍️আমাদের ফোম ওয়াশে বাইকে কোন মরিচা ধরবে না।🏍️🏍️🏍️🏍️🏍️
খুলনায় এই প্রথম রংয়ের সুরক্ষা নিয়ে আপনার শখের বাইকের ঝকঝকে পরিষ্কার করতে Trust Would এ ফোম ওয়াশ করুন। খুলনার পানির মূল সমস্যা হচ্ছে লোনা এবং আয়রন। যা গাড়ির রং এর ক্ষতি করে থাকে এবং মরিচা পড়তে সহায়তা করে। আমাদের এখানে উন্নত মানের বাইক ফোম ওয়াস করা হয়। ফোম ওয়াশ করলে গাড়িতে ধুলা ময়লা ধরে না, বাইকের মরিচা ধরে না, রং থাকে অরজিনাল মিশ্রণ। অত্যাধিক ফেনা ও পরিষ্কারের নিশ্চয়তায় বাইক ফোম ওয়াশ করুন আমাদের এখানে।
Motorcycle
🏍️🏍️🏍️বাইক পরিষ্কার নিয়ে ভাবনা আর না হয়।
খুলনার সকল বাইক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিচ্ছি আমরা।🏍️🏍️🏍️🏍️
🇧🇩🇧🇩 Bike wash🇧🇩🇧🇩
TRUST WORLD
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
★ উন্নত প্রেসার মেশিন ও কানেক্টর দিয়ে ওয়াস যা পেইন্টের উপযোগী।
★ সম্পূর্ণ মাইক্রোফাইবার গ্লাভস ব্যবহার করে থাকি।
★ মাইক্রোফাইবার কাপর দিয়ে পলিশ করা হয়, যেন স্কেচ না পরে।
★ ডি রাস্ট স্পে দিয়ে, চেইন ক্লিনিং।
★গিয়ার ওয়েল দিয়ে চেইন লুব।
✴️ বাইক ওয়াশ মাত্র ৯৯/=
💠 বাইক ওয়াশ এর জন্য তৈরি এমন ক্লিনিক্যাল প্রোডাক্ট এড়িয়ে চলুন কারণ তাতে কঠোর ডিটারজেন্ট বা রাসায়নিক সলভেন্ট থাকতে পারে যা আপনার বাইকের ধাতব রং ও প্লাস্টিকের ক্ষতি করতে পারে
🚦 খুলনায় আমরাই প্রথম দিচ্ছি 99/= টাকায় উন্নত মানের ফোম বাইক ওয়াশ। আমরা কোন ডিটারজেন্ট বা রাসায়নিক কোন পদার্থ ব্যবহার করি না। আমরা মালয়েশিয়া থেকে বাইক ওয়াশ শ্যাম্পু ইমপোর্ট করে থাকি।
🇧🇩
বাইক ওয়াশ
বাইক চালানোর সময় সামগ্রিক যে শব্দ হয় তা বাইকের মালিকের কাছে পরিচিত। অনেক সময় বাইকের এই শব্দ চেইঞ্জ হয়ে যায়। আপনি হয়তো বিরোক্ত যে আল্প কিছু চালানোর পরেই বাইকের সাঊন্ড কেন চেইঞ্জ হয়ে যাচ্ছে। আসোলে এর সমাধান আপনি কোরে ফেলতে পারেন একটা ভালো ওয়াশের মাধ্যমে। আশ্চর্য হচ্ছেন যে ওয়াশের সাথে বাইকের শব্দের সম্পর্ক কি ? আছে আছে। বাইক চালানোর সময় বাইকের চেইন কভার, ইঞ্জিন গার্ড, রেয়ার চাকার ব্রেকে লেগে থাকে ময়লা কাঁদা বাইকের সাভাবিক শব্দ চেইঞ্জ করে দেয়। খেয়াল করে দেখবেন একটা ভালো ওয়াশের পড়ে বাইকের শব্দ আসোলেই চেইঞ্জ হয়ে যায়।
বাইক ওয়াশ একটা বিরক্তি কর একটা কাজ, তাই অনেকে নিয়মিত করতে চান না। তবে বিষয় টাকে একটু সহজ করে নিলেই হয়। বাইক ওয়াশের জন্য একটা ভালো জায়গা নির্বাচন করে রাখুন।
Trust World আপনাকে দিচ্ছে বাইক সুরক্ষিত রাখার জন্য অল্প টাকায় উন্নত বাইক ওয়াশ। আমরা উন্নত মানের শ্যাম্পু দিয়ে বাইক ওয়াশ করে থাকি। আমরা ক্ষতিকর কোন ডিটারজেন্ট ব্যবহার করি না। যা বাইক ওয়াশ এর পরও সাদা সাদা দাগ দেখা যায়। বাইক ওয়াশ এর পর উন্নত মানের পালিশ ব্যবহার করে থাকি যা বাইক হয়ে যায় নতুন এর থেকেও
👩🏭 দক্ষ হাতে কাজ করতে আমাদের সাথে যোগাযোগ করুন।
🇧🇩 TRUST WORLD🇧🇩
৩৫১/২৫, আপার যশোর রোড, হাইওয়ে রোডের পাশে (নেছারীয়ার মাদ্রাসার বিপরীতে) খালিশপুর, খুলনা।
মোবাইল:- 📱০১৯১১৩৭৮২৩৭
Email:- trust [email protected]
YouTube:- trust world
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: