আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাভারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
Автор: Journal Bangla
Загружено: 2025-09-23
Просмотров: 1
Описание:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাভারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং আইন-শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার। সভায় পূজাকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এবার সাভারে ২১৪টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয় সভায়।
সভাপতির বক্তব্যে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার বলেন, "শারদীয় দুর্গাপূজা আমাদের দেশের একটি অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এই উৎসবকে ঘিরে সর্বত্র আনন্দ-উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। তবে আনন্দ উদযাপনের পাশাপাশি নিরাপত্তার বিষয়টিকেও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রতিটি পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবো। পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক দল নিয়মিত টহল ও পাহারার ব্যবস্থা করবে। সিসি ক্যামেরা স্থাপন, আগত ভক্তদের জন্য শৃঙ্খলাপূর্ণ প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
আমরা চাই, পূজা উদযাপনে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সবাই মিলেমিশে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সহনশীলতার মাধ্যমে উৎসব পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজা উদযাপন কমিটি, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে পূজাকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
এসময় সাভার উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ দাসের সঞ্চালনায় প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন, ঢাকা ১৯ আসনের জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও ঢাকা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আফজাল হোসাইন, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার, সাভার পৌরসভা জামায়াতে ইসলামীর মনোনীত মেয়র প্রার্থী হাসান মাহবুব মাষ্টার, ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, সাভার উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বরুণ ভৌমিক নয়ন, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া, ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান, সাভার থানা বিএনপি'র যুগ্ন সাধারন সম্পাদক ও সাভার সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: