ফেরাউনের মৃত্যুর পরিণতি 😱😱
Автор: TOON_CARTOON_3D
Загружено: 2025-09-19
Просмотров: 155
Описание:
শিশুকাল
সেই সময়ে আল্লাহর হুকুমে মুসা (আ.)-এর মা তাকে একটি ছোট বাক্সে রেখে নাইল নদীতে ভাসিয়ে দেন।
আল্লাহর রহমতে সেই বাক্স গিয়ে পৌঁছায় ফেরাউনের প্রাসাদে।
ফেরাউনের স্ত্রী আছিয়া (আ.) শিশুটিকে দত্তক নেন।
এভাবেই ফেরাউনের ঘরেই মুসা (আ.) বড় হতে থাকেন।
যুবক বয়সের ঘটনা
যুবক অবস্থায় মুসা (আ.) একদিন দেখলেন—একজন মিসরীয় একজন বনি ইসরাইলকে মারছে।
মুসা (আ.) রাগে ঘুষি মারলে সেই লোক মারা যায়।
এ ঘটনার পর ফেরাউন তাকে হত্যার চেষ্টা করে।
তখন মুসা (আ.) পালিয়ে মাদইয়ান দেশে চলে যান।
সেখানে তিনি নবী শু‘আইব (আ.)-এর মেয়েকে বিয়ে করেন এবং কয়েক বছর থাকেন।
আল্লাহর ডাক
একদিন পরিবার নিয়ে মরুভূমি পার হওয়ার সময় মুসা (আ.) সিনা পাহাড়ে আগুনের আলো দেখতে পান।
কাছে গেলে তিনি আল্লাহর ডাক শুনতে পান—
“হে মুসা! আমি-ই তোমার রব। আমি তোমাকে নবী বানালাম।”
আল্লাহ তাকে নিদর্শন দিলেন—
লাঠি ফেলে দিলে সাপ হয়ে যাওয়া
হাত থেকে সাদা আলো বের হওয়া
এবং তাকে নির্দেশ দিলেন ফেরাউনের কাছে গিয়ে সত্যের পথে ডাক দিতে।
ফেরাউনের দরবার
মুসা (আ.) গিয়ে ফেরাউনকে বললেন—
“আল্লাহকে মানো, বনি ইসরাইলকে মুক্তি দাও।”
কিন্তু ফেরাউন অহংকারে হাসলো—
“তুমি তো সেই শিশু, যাকে আমি লালন করেছি! এখন আমাকেই শিক্ষা দিতে এসেছ?”
সে মুসা (আ.)-কে অপদস্থ করতে দেশের সব জাদুকরদের ডাকলো।
জাদুকররা দড়ি ও লাঠি ফেলে দিলো—সব নড়তে লাগলো সাপের মতো।
কিন্তু মুসা (আ.)-এর লাঠি বিশাল সাপে পরিণত হয়ে সব জাদু গ্রাস করে ফেললো।
তখন জাদুকররা সিজদায় পড়ে বলল—
“আমরা মুসা ও হারুনের রবের প্রতি বিশ্বাস আনলাম।”
ফেরাউন ক্ষিপ্ত হয়ে তাদের হত্যা করলো।
আল্লাহর শাস্তি
ফেরাউন ও তার জাতির উপর আল্লাহ একের পর এক শাস্তি পাঠালেন—
নদীর পানি রক্তে পরিণত হলো
উকুন, ব্যাঙ, পঙ্গপাল ছড়িয়ে পড়লো
দুর্ভিক্ষ নামলো
প্রতিবারই ফেরাউন বলতো—
“মুসা! তোমার রবকে বলো আমাদের বাঁচাক, তাহলে আমরা বিশ্বাস করবো।”
কিন্তু বিপদ কেটে গেলে আবার সে অস্বীকার করতো।
সমুদ্রের বিস্ময়
শেষে আল্লাহ মুসা (আ.)-কে বললেন—
“তুমি তোমার জাতিকে নিয়ে রাতের বেলা চলে যাও।”
বনি ইসরাইলরা সমুদ্রের ধারে এসে আটকা পড়লো।
পিছনে ফেরাউনের সৈন্য, সামনে বিশাল সমুদ্র।
লোকেরা ভয়ে কাঁপতে লাগলো।
কিন্তু মুসা (আ.) বললেন—
“কখনো না! আমার সাথে আমার রব আছেন, তিনি পথ দেখাবেন।”
তিনি লাঠি সমুদ্রের দিকে আঘাত করলেন—
হঠাৎ সমুদ্র দুই ভাগ হয়ে শুকনো রাস্তা তৈরি হলো।
বনি ইসরাইলরা সেই পথে নিরাপদে পার হয়ে গেল।
ফেরাউনের মৃত্যু
ফেরাউন ও তার বাহিনীও সেই শুকনো পথে ঢুকে পড়লো।
কিন্তু মাঝপথে পৌঁছাতেই সমুদ্রের ঢেউ একসাথে মিলিত হয়ে গেল।
ভয়ংকর ঢেউ ফেরাউন ও তার সৈন্যদের গ্রাস করে নিল।
ডুবতে ডুবতে ফেরাউন চিৎকার করে বললো—
“আমি এখন বিশ্বাস করলাম, মুসা ও হারুনের রবই সত্য।”
কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে।
আল্লাহ তার ঈমান কবুল করলেন না।
বরং তার দেহকে সংরক্ষণ করে রাখলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষা হিসেবে।
শেষ শিক্ষা
আজও ফেরাউনের দেহ দেখা যায়—
যে একসময় বলেছিল “আমি-ই তোমাদের রব”,
সে আজ কেবল একটি লাশ, মানুষের জন্য শিক্ষা।
#foryou #3danimation #motivation #emotional #veiws
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: