যুক্তবর্ণ বিভাজন। শব্দদূষণ। আমার বাংলা বই। পঞ্চম শ্রেণি (PEC)। Forhad TBT 91।
Автор: Forhad TBT 91
Загружено: 2021-10-17
Просмотров: 398
Описание: যুক্তবর্ণ তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে ৭ নং প্রশ্ন। তোমরা অনেকেই ভুল করে শুধু যুক্তবর্ণ ভেঙে, শব্দ তৈরি করে রেখে দাও। বাক্যগঠন করো না। বাক্যগঠন না করলে নাম্বার কম পাবে। নিশ্চিত। মনে রাখতে হবে। যুক্তবর্ণ ভেঙে, তারপরে যে শব্দগঠন করবে সেই শব্দ দিয়েই বাক্যগঠন করতে হবে। তবেই পূর্ণ নাম্বার পাবে। ধারাবাহিকভাবে তোমাদের "আমার বাংলা বই" থেকে সকল পাঠ থেকে "যুক্তবর্ণ বিভাজন" আলাদা করে পর্বে পর্বে দেখাবো। আজকে উপস্থাপন করেছি "শব্দদূষণ" পাঠ থেকে। তোমাদের ভালো লাগা না লাগা জানাতে ভুলো না যেন। যুক্তবর্ণ যত ভালো করে শিখবে তত উপকার। কেননা বড়ো হয়ে অনেক কিছুই মনে রাখা যায় না। তাই বাল্যকালে গড়া কৈশলটা কাজে খাটিয়ে পরবর্তীতে উন্নয়ন ঘটাবে। যুক্তবর্ণ কেন পঞ্চম শ্রেণির সকল পাঠই অনেক জটিল, যেগুলো ব্যকরণিক সেগুলো। এ পাঠটি একটু ব্যতিক্রম। আশা করছি তোমরা উপকৃত হবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: