দাসনগর থানার মানবিক দিক এখন দিগন্ত পত্রিকার সাংবাদিকের কথা শুনে অসুস্থ রোগীকে রাস্তা থেকে উদ্ধার
Автор: EKHON DIGANTA PATRIKA
Загружено: 2021-05-12
Просмотров: 58
Описание:
ইডিপি নিউজ : এই করোনা আবহে সাধারণ মানুষের সঙ্গে পথচারী, আগন্তুক, ভবঘুরেরাও মহা সমস্যার সম্মুখীন। পথচারীরা বা ভবঘুরেরা যখন অসুস্থ হয়ে রাস্তায় পড়ে থাকেন তখন স্বাভাবিকভাবেই পথচলতি মানুষ দূরে সরে যায় বা দেখেও না দেখার ভান করেন। হতেই পারে তিনি করোনা ভাইরাস আক্রান্ত বা অন্য কোনোভাবে অসুস্থ। এই অবস্থায় এখন একমাত্র ভরসা পুলিশ কর্মচারীগণ! তারা করেও যাচ্ছেন নির্ধিদায়, নিঃসঙ্কোচ। কারণ তাদের আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা। হচ্ছেনও। বহু পুলিশ কর্মচারী আমাদের ছেড়ে চলে গেছেন।
এই অবস্থায় দাসনগর থানার পুলিশ তাদের মানবিকতার প্রমান দিলেন। দিলেন নয়, আমরা দেখলাম। দেখলাম, দাসনগর থানার অধীন ডাব্লু রোডে আমাদের প্রতিনিধি, অমিত জার সকাল সাড়ে এগারোটা নাগাদ দেখেন এবং আশপাশের লোকজনের থেকে জানতে পারেন, প্রায় আধঘন্টা নাগাদ এক বৃদ্ধ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে আছেন। অমিত সঙ্গে সঙ্গে নিজের পরিচয় দিয়ে থানায় গিয়ে কর্তব্যরত পুলিশ কর্মচারীদের গোচরে আনেন। তৎক্ষনাত দুই পুলিশ কর্মচারী এক মহিলা পুলিশ কর্মচারীকে নিয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছান। সেখান থেকে টোটো দাঁড় করিয়ে এক স্থানীয় মানুষের সহযোগিতায় ওই পুলিশ কর্মচারীগণ নিজেদের পকেট থেকে টোটো ভাড়া দিয়ে হাওড়া জেনারেল হাসপাতালে উদ্দেশ্যে পাঠিয়ে দেন। হাওড়া সিটি পুলিশ যদিও এই করোনা কালে এলাকায় এলাকায় প্রচার, স্যানিটাইজার ও মাক্স বিলি, কোথাও কোথাও গান গেয়ে মানুষকে উৎসাহদানের সঙ্গে সঙ্গে নানা কর্মসূচি নিয়ে যাচ্ছে তবুও এই মহানুভবতা স্থানীয় মানুষকে এবং আমাদের আশ্বস্ত ও আপ্লুত করে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: